1 হিমাটাইট কোন্ ধাতুর আকরিক?
(a) তামা, (b) অ্যালুমিনিয়াম, (c) লোহা, (d) জিংক
2)দস্তার আকরিক—–
(a) বক্সাইট, (b) ক্রায়োলাইট, (c) ক্যালামাইন, (d) ম্যাগনেটাইট
3) অ্যালুমিনিয়ামের আকরিক নয়—
(a)গিবসাইট, (b) ক্রায়োলাইট, (c) ম্যালাকাইট, (d) ফেলড স্পার
4)প্রদত্ত কোনটি Cu-এর আকরিক নয়?
(a) হিমাটাইট, (b) চ্যালকোসাইট, (c) অ্যাজুরাইট,(d) ম্যালাকাইট
5) কোরান্ডাম কোন্ মৌলের আকরিক?
(a) Al, (b) Cu, (c) Zn, (d)
6) প্রদত্ত কোনটি সালফাইড আকরিক?
(a) বক্সাইট, (b) জিংক ব্লেন্ড, (c) রক সল্ট, (d) হিমাটাইট
7) অ্যালুমিনিয়াম বিহীন আকরিক হল-
(a) ক্রায়োলাইট, (b) মাইকা, (c) ফ্লুওস্পার, (d) গিবসাইট
৪) দুটি ভিন্ন ধাতুর পরমাণুযুক্ত আকরিক হল-
(a) কিউপ্রাইট, (b) কপার পাইরাইট্স্, (c) ম্যাগনেটাইট, (d) কোরান্ডাম।
9) আকরিক নয়-
(a) বক্সাইট, (b) ম্যালাকাইট, (c) জিংক ব্লেন্ড, (d) পিগ্ আয়রন।
10)তামার প্রধান আকরিক হল-
(a) কিউপ্রাইট, (b) ম্যালাকাইট, (c) অ্যাজুরাইট, (d) কপার পাইরাইট্স।
11) প্রদত্ত কোনটি আকরিক নয়?
(a) আয়রন পাইরাইট্স, (b) জিংক ব্লেন্ড, (c) রেড হিমাটাইট,(d) বক্সাইট।
Walnut A Competitive And Entrance Exam Cracker Institution Metallurgy MCQ
12) গিবসাইট কোন্ ধাতুর আকরিক?
(a) Al, (b) Cu, (c) Zn, (d) Fe
13) প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক?
(a) বক্সাইট, (b) হিমাটাইট, (c) ম্যালাকাইট, (d) চ্যালকো পাইরাইট্স্
14)অতি সক্রিয় ধাতু হল- (a) K, (b) Ag, (c) Fe, (d) Cu
15) ল্যাপিস লাজুলি হল——– (a) সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট, (b) কপার সালফেট, (c) জিংক সালফেট, (d) বেরিয়াম নাইট্রেট।
16) কার্বনের পরিমাণ সবচেয়ে কম থাকে——- (a) ইস্পাতে, (b) ঢালাই লোহাতে, (c) পেটা লোহাতে, (d) কাস্ট আয়রনে।
17)লোহিততপ্ত লোহার ওপর দিয়ে স্টিম চালনা করলে পাওয়া যাবে———— (a) Fe3O4, (b) Fe2O3, (c) FeO, (d) Fe(NO3)2
18) ইস্পাতে কার্বন থাকে— (a) 0.01-0.2%, (b) 0.15-1.5%, (c) 2-4.5%, (d) 5-5.6%
19) তড়িৎচুম্বকের মজ্জা তৈরিতে ব্যবহার করা হয়
(a) ম্যাগনেটাইট, (b) রট আয়রন, (c) স্টিল (d) কাস্ট আয়রন।
20) কার্বনের পরিমাণ সবচেয়ে বেশি থাকে
(a) স্টিলে, (b) রট আয়রনে, (c) কাস্ট আয়রনে, (d) ক্রোমস্টিলে।
21) নিত্য ব্যবহার্য যে ধাতুটি তীব্র ক্ষয়রোধী——
(a) আয়রন, (b) কপার, (c) ম্যাগনেশিয়াম, (d) অ্যালুমিনিয়াম।
22) জলের সঙ্গে বিক্রিয়া করে না—
(a) Cu, (b) Al, (c) Mg, (d) Nal
23) কোন ধাতুটিকে তীব্র ক্ষারের সঙ্গে ফোটালে হাইড্রোজেন উৎপন্ন হয়? (a) আয়রন,(b) অ্যালুমিনিয়াম, (c) কপার, (d) ম্যাগনেশিয়াম।
24) প্রদত্ত কোন ধাতুটি সাধারণ উষ্ণতায় ফুটন্ত জলের সঙ্গে বিক্রিয়া করে না, কিন্তু স্টিমের সঙ্গে বিক্রিয়া করে H₂ উৎপন্ন করে?
– (a) Mg, (b) Zn, (c) Fe, (d) Al
25) ব্রোঞ্জের উপাদান হল-
(a) Cu ও Zn, (b) Cu ও Sn, (c) Cu ও Ag, (d) Zn ও Sn
26) কোন্ ধাতু জোড়া ব্রোঞ্জ ও কাঁসা দুটিতেই আছে?
(a) লোহা, (b) নিকেল, (c) তামা, (d) টিন
27) সর্বদাই অ্যামালগামের একটি উপাদান হবে-
(a) লোহা, (b) বুপো, (c) সোনা, (d) পারদ
এখানে নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া, সরিষা, সারগাছি এই সমস্ত রামকৃষ্ণ মিশন-এ অ্যাডমিশনের জন্য কোচিং দেওয়া হয়। এছাড়াও নবোদয়, সৈনিক স্কুল এবং সিষ্টার নিবেদিতা স্কুলে অ্যাডমিশনের জন্য কোচিং দেওয়া হয়। N.B-বাংলা ও ইংরেজী দুই মাধ্যমের ব্যবস্থা আছে। Metallurgy MCQ
28) ডুরালুমিন সংকর ধাতুর প্রধান উপাদান–
(a) Al, (b) Zn, (c) Fe, (d) Cu
29) ডুরালুমিনে কোনটি থাকে না?
(a) Cu, (b) Al, (c) Mg, (d) Zn
30) পিতলে থাকে—–
(a) Cu, Sn, (b) Cu, Ni, (c) Cu, Zn, (d) Cu, Al
31) বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতুটি হল—–
(a) জার্মান সিলভার, (b) ব্রোঞ্জ, (c) ইনভার,(d) ডুরালুমিন
32) কপার ও জিংক দ্বারা গঠিত সংকর ধাতু নয়-
(a) পিতল, (b) ব্রোঞ্জ, (c) কাঁসা, (d) ব্রোঞ্জ ও কাঁসা উভয়ই।
33) প্রদত্ত কোনটি অ্যালুমিনিয়ামের আকরিক বক্সাইটের সংকেত? (a)Al2O3, (b) Al2O3 H2O, (c) Al₂O₃.2H₂O, (d) AlF3.3NaF
34) সংকর ধাতু ইলেকট্রনের উপাদানগুলি হল- (a) Mg ও Zn, (b) Fe ও Mg, (c) Al ও Zn, (d) Cu ও Sn
35) টিনের পারদ-সংকর ব্যবহৃত হয়-
(a) জারক হিসেবে, (b) আয়না তৈরিতে, (c) বিজারক হিসেবে, (d) চশমা তৈরিতে
36) প্রদত্ত কোন্ বিক্রিয়াটি ঘটা সম্ভব?
(a) Zn + FeSO4, (b) MgSO4 + Fe, (c) CuSO4 + Ag,(d) ZnSO + Pb
37) Fe + CuSO₄ → FeSO4 + Cu, এই বিক্রিয়ায় Cu²+ আয়ন
(a) জারিত হয়, (b) বিজারিত হয়, (c) জারণ-বিজারণ হয়, (d) কোনোটিই নয়।
38) যে ধাতুটি সক্রিয়তা শ্রেণিতে Pb-এর নীচে কিন্তু Hg-এর উপরে অবস্থিত সেটি হল—- (a) Ag(b) Cu, (c) Sn, (d) Au
39) তীব্র তড়িৎ ধনাত্মক ধাতুগুলি নিষ্কাশন করা হয়—–
(a) থার্মিট পদ্ধতিতে, (b) কার্বন-বিজারণ পদ্ধতিতে, (c) তড়িবিশ্লেষণ পদ্ধতিতে, (d) স্বতঃবিজারণ পদ্ধতিতে
40) থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা যায় না এমন ধাতু হল-
(a) Fe, (b) Cr, (c) Ca, (d) Mn
41) তড়িৎ-বিজারণ ছাড়া নিষ্কাশন করা যায় না এমন ধাতু হল
(a) Zn, (b) Cu, (c) Fe, (d) Ca
42) লোহার পেরেককে কোন্ দ্রবণে ডুবিয়ে রাখলে রং পরিবর্তন দেখা যাবে? (a) Znso4(b) Al2(SO4)3 (c) FeSO4, (d) CuSO4
43) রেড হিমাটাইট থেকে কার্বন-বিজারণ পদ্ধতিতে লোহা নিষ্কাশনে বিজারক পদার্থরূপে ব্যবহৃত হয়।
(a) Al, (b) CO, (c) CO₂, (d) CO
44) কার্বন-বিজারণ পদ্ধতিতে প্রস্তুত করা যায় না-
(a) Zn, (b) Cu, (c) Fe, (d) Al
প্রথম সুযোগেই SSC GD ও INDIAN ARMY তে সফলতার সুযোগ যোগাযোগ করুন আমাদের সাথে।।। Metallurgy MCQ ধাতুবিদ্যা MCQ Metallurgy Metallurgy
45) থার্মিট পদ্ধতিতে বিজারকটি হল-
(a) Cu, (b) Zn, (c) Al, (d) Fe
46) তড়িৎ-বিজারণ দ্বারা মুক্ত করা হয়-
(a) Cu, (b) Zn, (c) Al, (d) Fe ধাতুটিকে
47)ZnO থেকে Zn মুক্ত করা হয় –
(a) কার্বন-বিজারণ, (b) থার্মিট বিজারণ, (c) স্বতঃবিজারণ,(d) তড়িৎ-বিজারণ পদ্ধতিতে।
48) থার্মিট মিশ্রণটি হল –
(a) Fe2O3 + Al, (b) Fe₂O₃ + Cu, (c) FeO + Al, (d) FeO + Cu
49) থার্মিট মিশ্রণে Fe₂O₃ ও AI চূর্ণের অনুপাত-
(a) 1:2, (b) 2:1, (c) 1:3, (d) 3:1
50) থার্মিট পদ্ধতিতে নিষ্কাশন করা হয়
(a) Mn, (b) Cr, (c) P, (d) Mn এবং Cr উভয়ই
উত্তর;;;;;;——– Metallurgy MCQ
1.(c) লোহা. 2.(c) ক্যালামাইন 3.(c) ম্যালাকাইট 4.(a) হিমাটাইট 5.(a) Al 6.(b) জিংক ব্লেন্ড 7.(c) ফ্লুওস্পার 8.(b) কপার পাইরাইস্ 9.(d) পিগ্ আয়রন 10. (d) কপার পাইরাইটস্ 11.(a) আয়রন পাইরাইস্ 12.(a) Al 13.(a) বক্সাইট 14.(a) K 15. (a) সোডিয়াম অ্যালুমিনো সিলিকেট 16.(c) পেটা লোহাতে 17.(a) Fe3O4 18.(b) 0.15-1.5% 19.(b) রট আয়রন 20.(c) কাস্ট আয়রনে 21.(d) অ্যালুমিনিয়াম 22.(a). Cu 23.(b) অ্যালুমিনিয়াম 24.(c) Fe 25.(b) Cu ও Sn 26.(c) তামা, and (d) টিন 27.(d) পারদ 28.(a) Al 29.(d) Zn 30.(c) Cu, Zn 31.(d) ডুরালুমিন 32.(d) ব্রোঞ্জ ও কাঁসা উভয়ই 33.(c) Al2O3.2H2O 34.(a) Mg ও Zn 35. (b) আয়না তৈরিতে 36.(a) Zn + FeSO4 37. (b) বিজারিত হয় 38. (b) Cu 39.(c) তড়িবিশ্লেষণ পদ্ধতিতে 40.(c) Ca 41.(d) Ca 42. (d) CuSO4 43.(b) CO 44.(d) Al 45. (c) Al 46. (c) Al 47.(a) কার্বন-বিজারণ 48.(a) Fe2O3 + Al 49.(d) 3:1 50. (d) Mn এবং Cr উভয়ই