Great Emperor Akbar||মহান সম্রাট আকবর

আজকের টপিক Great Emperor Akbar||মহান সম্রাট আকবর এটি WBCS থেকে শুরু করে বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য অপরিহার্য উপাদান

Table of Contents

তাই দেরি না করে তাড়াতাড়ি পড়াশুনা শুরু করুন।

পরিচিতি-

প্রকৃত নাম– জালালউদ্দিন মহম্মদ

জন্মসাল– ১৫৪২ খ্রী

পিতা– হুমায়ুন

মাতা– হামিদাবানু বেগম

জন্মস্থান– সিন্ধুর অমরকোট (একটি হিন্দু রাজপুত পরিবারে রাজা রানা বীরসালের প্রাসাদে)

আকবর শব্দের অর্থ -মহানতম

বিঃদ্রঃ– পাঁচ বছর বয়সে যোগ্য শিক্ষকদের তত্ত্বাবধানে আকবরের বিদ্যাশিক্ষা শুরু হয়। কিন্তু তারা তাকে বর্ণপরিচয় করাতেও ব্যার্থ হন ।

অভিষেক 🙁 Great Emperor Akbar)

১৫৫৫ খ্রী: সবহিন্দের যুদ্ধে ( ২২শে জানুয়ারী) জয়ী হয়ে হুমায়ুন দিল্লী দখল করলে আকবর কে পাঞ্জাবের শাসনকর্তা নিযুক্ত করা হয়। হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু ও অনুচর বৈরাম খাঁ আকবরের অভিভাবক নিযুক্ত হন ।১৫৫৬ খ্ৰী ২৭শে জানুয়ারী হুমায়ূনের মৃত্যু হয়। তখন নাবালক আকবর পাঞ্জাবের গুরুদাসপুরের ১৫ মাইল পশ্চিমে কালানৌর নামক স্থানে আফগানদের বিরুদ্ধে যুদ্ধরত ছিলেন।

হুমায়ুনের মৃত্যুসংবাদ পাওয়ামাত্র অভিভাবক বৈরাম খাঁ ১৫৫৬ স্ত্রী ১৪ই ফেব্রুয়ারী কালানৌরে একটি ইটের বেদী তৈরী করে সেখানে আকবরের অভিষেক সম্পন্ন করে তাকে দিল্লীর সম্রাট বলে ঘোষনা করেন। তখন আকবরের বয়স ১৩ বছর ৪ মাস ।বৈরাম খাঁ কে খান-ই-খানান উপাধী দিয়ে উজির বা প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

তৎকালীন রাজনৈতিক অবস্থা:- হুমায়ুনের মৃত্যুসংবাদ এ পূর্বভারতের সুলতান আদিল শাহ (শেরশাহ এর ভাইপো) এর হিন্দু সেনাপতি হিমু দিল্লী দখল করে নিয়ে মহারাজা বিক্রমাদিত্য নাম নিয়ে স্বাধীন হিন্দু রাজাহিসাবে দিল্লীর সিংহাসনে বসেন।

পানিপথের দ্বিতীয় যুদ্ধ:- ১৫৫৬ এর ৫ই নভেম্বর হিমু এবং বৈরাম খা এর মধ্যে এই যুদ্ধে হিমু পরাস্ত হলে আকবর দিল্লীর সিংহাসন দখল করে নেন।

বিঃদ্রঃ– ১৫৫৬-৬০খ্রীঃ এই সময়কালের মধ্যে আকবর বৈরাম খাঁ এর প্রভাবাধীন হয়ে রাজত্ব করেন। ১৫৬০ খ্রীঃ বৈরাম খাঁ হজ যাত্রার সময় এক আততায়ীর হাতে নিহত হন। আকবর বৈরাম খাঁ এর বিধবা স্ত্রী সেলিমা বেগম কে বিবাহ করেন ও বৈরাম খাঁ এর পুত্র আব্দুল রহিম খান ই খানানকে পুত্র স্নেহে পালন করেন।

•১৫৬০- ১৫৬৪ এর মধ্যে আকবর তার ধাত্রীমাতা মহামআঙ এবং তাঁর একটি চক্রের নিয়ন্ত্রাধিন ছিলেন। এই চক্রে ছিলেন মাহমআঙ, তার পুত্র আদম খা এবং রাজ দরবারের কিছু মন্ত্রী। ঐতিহাসিক স্মিথ এই ঘটনাকে ‘অন্তঃপুরিকা শাসন’।

বিঃদ্রঃ– এরপর আকবর ২০ বছর বয়সে সাম্রাজ্যের সমস্ত দায়িত্ব নিজ হাতে তুলে নেন।

মহান সম্রাট আকবরের ধর্মনীতি:-Great Emperor Akbar

১৫৬৪- রানী দুর্গাবতীকে পরাজিত করে গন্ডোয়ানা জয় করে নেন ।

১৫৬৮- উদয় সিংহকে পরাজিত করে চিতোর দখল করেন ।

১৫৭২- আকবর গুজরাট জয় করে কান্ডালা বন্দর জয় করেন।

বিঃদ্রঃ– গুজরাট জয়কে স্মরনীয় করে রাখার জন্য আকবর ফতেপুর সিক্রিতে বুন্দেল দরওয়াজা নির্মাণ করেন।

এটি মধ্যযুগের এমন একটি নিদর্শন যার দৈর্ঘ্য ও প্রস্থ সমান। এবং এতে বাইবেলের একটি আগা গোড়াই করা আছে। এই সময় আকবর ‘ফতেপুর সিক্রি’ নগরটি নির্মান করেন ও আগ্রা থেকে ফতেপুর সিক্রিতে তাঁর রাজধানী স্থানান্তরিত করেন।বিঃদ্রঃ- জায়গার আগের নাম সিক্রি। ‘ফতে’ শব্দের অর্থ- বিজয়।

বিঃদ্রঃ– সিক্রিতে একজন বিখ্যাত সুফী সাধক ‘সেলিম চিশতি’ একটি পর্ণকুটিরে বাস করতেন। যার নাম অনুসারে রাজকুমার জাহাঙ্গির এর নাম রাখা হয়েছিল সেলিম।

বিঃদ্রঃ– ফতেপুর সিক্রিতে সেলিম চিশতির সমাধি রয়েছেন |। ১৫৭৪ সালে বাংলার শাসনকর্তা দাউদ খাঁকে পরাস্ত করে বাংলা দখল করে নেন। তার সেনাপতি টোডরমল ছিলেন এই যুদ্ধে।

১৫৭৬-১৮ই জুন- হলদিঘাটের যুদ্ধ। এই যুদ্ধে আকবরের সেনাপতি মানসিংহ মেবারের রাজারানা প্রতাপ সিংহকে পরাজিত করেন। ১৬০১- দক্ষিন ভারতের ওশিরগড় জয় করেন। এটি ছিল আকবরের শেষ রাজ্য জয় ।

১৬০৫ খ্রী তে আকবরের মৃত্যু হয়।(Great Emperor Akbar)

আকবরের ধর্মনীতি:-Great Emperor Akbar

আকবর মূল-ই-কুল’ বা ‘ ‘ সুলেহ কুল (যার অর্থ পরধর্ম সহিষ্ণুতা) নীতি গ্রহন করেছিলেন।এই ব্যাপারে তিনি তার গৃহশিক্ষক মীর আব্দুল লতিফ এর দ্বারা অনুপ্রাণিত হন। সুলেহ কুলএর আক্ষরিক অর্থ হল সকলের জন্য শাস্তি।

তীর্থকর রদ- ১৫৬৩ স্ত্রী আকবর হিন্দু প্রজাদের প্রদেয় তীর্থকর রদ করেন।

জিজিয়া কর রদ– ১৫৬৪ স্ত্রী অ মুসলিম প্রজাদের প্রদেয় জিজিয়াক র রদ করেন।

জমি দান– (Great Emperor Akbar )আকবর চতুর্থ শিখ গুরু ‘রামদাস কে ৫০০ একর জমি দান করেন এখানে স্বর্ণমন্দির নির্মান হয় ও অমৃতসর শহর তৈরী হয়। আকবর সতীদাহ প্রথা রদ করেন ও প্রশাসনিক উদ্যোগ গ্রহন করেন।

ইবাদত খানা নির্মান:- (Great Emperor Akbar)

১৫৭৫ খ্রী আকবর ইবাদতখানা’ (ধর্মীয় সভা ঘর) নির্মান করেন। প্রথমে এর দ্বারা উন্মুক্ত ছিল কেবলমাত্র সুন্নী মুসলমানদের জন্য। কিন্তু পরে ১৫৭৮খ্রী আকবরের উদ্যোগে ইবাদত খানার দ্বার উন্মুক্ত করা হয় সকল শ্রেণীর মানুষের জন্য।

ইবাদতখানার প্রতিনিধি:-

•পুরুষোত্তম হিন্দু
•হরিবিজয় সুরী ও বিজয়সেন সুরী- জৈন
•আব্দুল নবি- মুসলিম
•ফাদার মনসারেট এবং অ্যাকোয়া ভিতা- খ্ৰীষ্টান
[বিঃদ্রঃ– হরিবিজয় সুরী সেই সময় জগৎগুরু নামে পরিচিত ছিলেন।[বিঃদ্রঃ- জগৎগুরু নামে পরিচিত ছিলেন এমন আরও দুজন হলেন ১) শঙ্করাচার্য, ২) ইব্রাহিম আদিল শাহ।
মজহর নামার ঘোষনা:-
১৫৭৯ খ্রী ইবাদতখানায় ঘোষিত হয় মজহর নামা। (সর্বধর্ম সমন্বয়ের বানী)। এইরাজকীয় আদেশপত্রে আবার নিজেকে রাষ্ট্রের ধর্মীয় প্রধান (ইমাম-ই-আদিল) বলে ঘোষনা করেন।
দিন-ই-ইলাহি প্রবর্তন:-
১৫৮২ খ্রী: আকবর(Great Emperor Akbar) একেশ্বর বাদের ভিত্তিতে একটি নতুন ধর্মমত দিন-ই-ইলাহি প্রবর্তন করেন।
[বিঃদ্রঃ- বীরবল (আসল নাম মহেশ দাস) এই ধর্ম গ্রহন করেন।
আকবর ‘ঝরোখা-ই-দর্শন’ চালু করেন। (হিন্দু পোষাক পরিহিত অবস্থায় আকবর প্রাসাদের জানালা দিয়ে নীচে অপেক্ষামান সমবেত জনতাকে দর্শন দেন)
মনসবদারী প্রথা:-
প্রশাসনিক ক্ষেত্রে আকবর শেরশাহের পদাঙ্ক অনুসরন করেছিলেন। আকবর মনসবদারী প্রথা চালু করেন। (এটি ছিল মুঘল আমলে প্রচলিত সামন্ততান্ত্রিক ব্যবস্থা)। এই ব্যবস্থা ছিল মুঘল শাসন ব্যবস্থার প্রধান স্তম্ভ। ‘মনসব শব্দের অর্থ- পদমর্যাদা। পদমর্যাদা অনুযায়ী একজন ব্যক্তি ১০-১০০০০ই মনসব পেতে পারতেন। তবে ৭০০০ ও ১০০০০ই মনসব সম্রাটের নিকটাত্মীয় ও যুবরাজ দের জন্য বরাদ্দ হত। দু রকমের মনসব দেওয়া হত- ১) জাঠ (পদাতিক সৈন্য), ২) সওয়ার (অশ্বারোহী সৈন্য)
বিঃদ্রঃ- মনসবদারী প্রথা কী?
এ নির্দিষ্ট জমির পরিবর্তে এক ব্যক্তি নির্দিষ্ট পরিমান সৈন্য পোষন করতেন ও যুদ্ধের সময় সম্রাটকে সৈন্য দিয়ে সাহায্য করতে বাধ্য থাকতেন। মনসব দেওয়ার ব্যাপারে মোঘল আমলে কোন নির্দিষ্ট রীতি ছিল না। সম্রাটের ব্যাক্তিগত ইচ্ছা অনিচ্ছা অনুযায়ী মনসব দেওয়া হত। আকবরের সর্বোচ্চ হিন্দু মনসবদার ছিলেন মানসিংহ (ভগবান দাসের পুত্র) প্রথমে ৭০০০ পরে ১০০০০ই মনসব পান ।
[বিঃদ্রঃ- মনসবদারী প্রথা গ্রহন করা হয়েছিল মঙ্গোলিয়া থেকে।

রাজস্ব ব্যবস্থা:-

আকবরের অর্থমন্ত্রীর নাম ছিল রাজা টোডরমল। প্রথমে রাজস্ব আদায়ের ক্ষেত্রে আকবর শেরশাহের অনুসৃত নীতিই গ্রহন করেছিল।
■ পরবর্তী কালে ১৫৮০খ্রী: টোডরমল দহশালা বা দশশালা বন্দোবস্ত প্রবর্তন করেন।
এই প্রথা অনুযায়ী জমির উৎপাদনের নিরিখে ভূমি রাজস্ব নির্ধারিত হত যার নাম ছিল ‘যাবতী ভূমি রাজস্ব’।
[বিঃদ্রঃ– জমির প্রকৃতি অনুযায়ী চারটি ভাগে ভাগ করেন। যথা-
• পুলজ (যে জমিতে সবসময় চাষ হয়)
• পরোটি (যে জমি কিছু সময় পতিত থাকত)
— চাঁচর (যে জমি তিন বছর মত পতিত থাকত )
• বাঞ্জার ( দীর্ঘকাল চাষ করা হয়নি এমন জমি)

শাসন ব্যবস্থা:-Great Emperor Akbar

• আকবরের কেন্দ্রীয় প্রশাসনে সর্বাধিক গুরুত্বপূর্ণ পদ ছিল উজির (প্রধানমন্ত্রীর সমতুল্য)। এইপদে আসীন ছিলেন ‘আবুল ফজল’।
• দ্বিতীয় গুরুত্বপূর্ণ পদ ছিল রাজস্ব মন্ত্রী। এই পদে আসীন ছিলেন রাজা টোডর মল।
•তৃতীয় গুরুত্বপূর্ণ পদ ছিল মীর সামান (গৃহ পরিচালনা করা)
• চতুর্থ গুরুত্বপূর্ণ পদে ছিলেন কাজী (প্রধান বিচারপতি)
• মীর বক্সি’ ছিলেন সামরিক বিভাগের প্রধান।

শিল্পানুরাগ-

1.হুমায়ুনের সমাধী

2. আগ্রা দুর্গ

2. ফতেপুর সিক্রি
3.বন্দল দরওয়াজা
4. এলাহাবাদ কোর্টজাহাঙ্গীর মহল ” হারুন মিনার প্রভৃতি স্থাপত্য নির্মান করেন।

সাংস্কৃতিক অবদান:-

আকবরের রাজসভায় উপস্থিত ছিলেন ‘নবরত্ন’।

নবরত্ন:-

• ফৈজি (সভাকবি) ( কবি সম্রাট নামে পরিচিত ছিলেন)
• শেখ মুবারক (বাবা)
-আবুল ফজল (আইন-ই-আকবরী বা আকবর নামা
বা আকবরের জীবনিগ্রন্থ লেখেন)
*মানসিংহ (অন্যতম সেনাপতি)
*তানসেন (আসল নাম রামতনু পাণ্ডে)
[বিঃদ্রঃ- তানসেন গোয়ালিয়র ঘরানার উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী ছিলেন।
•আব্দুল রহিম খান ই খানান (বৈরাম খাঁ এর ছেলে) (ফার্সি ভাষায় বাবরনামা রচনা করেছিলেন)
• বীরবল (আসল নাম মহেশ দাস) (বিদূষক)
• মির্যা আজিজ কোকা (সেনাপতি অন্যতম )

-টোডরমল (রাজস্বমন্ত্রী থাকলেও পরবর্তীকালে ভকিল বা প্রধানমন্ত্রী পদে উন্নীত হন )

আকবরের সমসাময়িক বিখ্যাত সুফী সাধক / ভক্তি সাধক
তুলসী দাস ( রামচরিত মানস রচনা করেন, যাকে তুলসীদাসী রামায়ন বলা হয়)- দাদু দয়াল (বিখ্যাত ভক্তি সাধক)
• সেলিম চিশতি (বিখ্যাত সুফী সাধক)
[বিঃদ্রঃ-আজমীর ঘোরার সময় আকবর এই বিখ্যাত সুফী সাধকের সাক্ষাত পান ও তাঁকে ফতেপুর সিক্রিতে নিয়ে আসেন।
কথিত আছে যে সেলিম চিশতির আশীর্বাদে পুত্রহীন আকবর পুত্রসন্তান লাভ করেন । তাঁর রাজপুত মহীষি মনীবাঈ বা মানবাঈ বা মরীয়ম (যার পূর্ব নাম হীরাকুয়ারী) এর গর্ভে জন্ম নেন সেলিম। আকবর সেলিম চিশতির নামানুসারে তাঁর পুত্রের নামকরন করেন।
মৃত্যু- ১৬০৫ খ্রী আকবরের মৃত্যু হলে আকবরের মৃতদেহ সমাহিত করা হয় সেকেন্দ্রায় (আগ্রা দুর্গ থেকে ৩ মাইল দূরে )
•আকবরের আমলে নওরজ উৎসব পালন করা হত।
•ইংল্যান্ডের রানী প্রথম এলিজাবেথ আকবরের সমসাময়িক।

Kolkata police offical website – Download

বাবর ও হুমায়ন সম্পর্কে জানতে নিচের লিংকে ক্লিক করুন

Click Here

শিশু মনস্তত্ত্ব MCQ এর জন্য -www.walntkandi.in

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

1 thought on “Great Emperor Akbar||মহান সম্রাট আকবর”

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk