পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। সম্প্রতি প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের নারী, শিশু কল্যাণ ও সমাজ কল্যাণ দপ্তরের জেলা কার্যালয়ের থেকে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গের সকল বেকার যুবক যুবতীরা আবেদন করতে পারবেন। তাহলে চলুন দেরি না করে জেনে নিন আবেদন পদ্ধতি, যোগ্যতা, কতগুলি Vacancy,বেতন সহ খুঁটিনাটি বিষয়গুলো আজকের পোস্টে।
Number Of Post:- 1
Name Of Post:- Case Worker
বয়সসীমাঃ —
23/08/2024 তারিখ অনুসারে আবেদনে ইচ্ছুক প্রার্থীদের বয়স হতে হবে 35 বছরের মধ্যে।
বেতনঃ —
এই পদে নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে বেতন রয়েছে 15000/- টাকা।
যোগ্যতাঃ—
1. Graduation in any discipline.
2. Knowledge in Computer and Proficiency in MS Office package.
3. Proficiency in speaking, reading & writing English and Nepali languages
Working Experience Of Child Protection Recruitment in WB :-
Minimum 3 years’ experience working with women’s issues.
প্রায়োজনীয় ডকুমেন্টস:—
- আবেদন পত্র
- বার্থ সার্টিফিকেট
- কম্পিউটার সার্টিফিকেট
- সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফোটো
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- দুটি সেলফ অ্যাড্রেস খাম, বৈধ পোস্টাল স্ট্যাম্প সহ।
- বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি
- Experience Certificate
- EWS Certificate( যদি থাকে)
- Residential proof (Aadhar Card/Voter Card/Certificate from local Authority/Municipality/BDO etc.)
- Age proof (PAN Card/Voter Card/School Admit Card/Birth Certificate/Aadhar Card)
Application must be supported by the following documents which must be self attested/certified.
পরীক্ষা পদ্ধতি:-
নিম্নলিখিত স্কোরিং সিস্টেম অনুযায়ী প্রার্থীকে মূল্যায়ন করা হবে:–
- Evaluation of educational qualification – 30 marks
- Computer test (practical)-15 marks
- Viva voce-5 marks
লিখিত পরীক্ষায় সফল হলে তবেই, মাত্র 20 জনকে কম্পিউটার টেষ্ট ও মৌখিক পরীক্ষার জন্য যোগাযোগ করবে।
অফিসের ঠিকানা:—
Office of the District Social Welfare Office, Old Hotel Chimal, Ringkingpong Road, Kalimpong-734301
আবেদন পদ্ধতি:— Child Protection Recruitment in WB
পূরণ করা আবেদন পত্র উপরোক্ত অফিসের ঠিকানায় 23.08.2024 to 17.09.2024 এই তারিখের মধ্যে পোস্ট অফিস এর মাধ্যমে পাঠাতে হবে।
Table of Contents
প্যানেল তৈরি এর পদ্ধতি:-
A panel of top 5 candidates for the vacant post will be prepared, which will be valid for 1 (one) year from the date of publishing the same. Top ranking candidate on the panel will be offered to join the post.
জাতি সংঘ সম্পর্কে ধারণা — ক্লিক করুন |
শিশু কল্যাণ দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট – Click Here |