Class 5 gk Question Mock Test || পঞ্চম শ্রেণীর জিকে কুইজ

Class 5 gk Question ||পঞ্চম শ্রেণীর জিকে কুইজ এবং Gk প্রশ্ন ও উত্তর -এর ছাত্রদের জন্য বিনামূল্যে জিকে প্রশ্ন এবং উত্তর পান একমাত্র আমাদের Website- www.walnutkandi.in এ ৷
এই GK প্রশ্নগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মৌলিক প্রশ্নগুলি রয়েছে যা প্রতিটি ছাত্রের জানা উচিত এবং সম্ভবত Class 5 gk Question , 5ম শ্রেণির ছাত্রদের জন্য কুইজ প্রতিযোগিতা, রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখা যথা রহরা, নরেন্দ্রপুর, পুরুলিয়া, সারগাছি, মালদা, টাকি এবং বিভিন্ন ধরনের বৃত্তি পরীক্ষায় সবচেয়ে বেশি জিজ্ঞাসা করা হয়৷



সাধারণ জ্ঞান GK প্রশ্নগুলি প্রত্যেক শিক্ষার্থীর তাদের প্রাথমিক জ্ঞান বৃদ্ধির জন্য শিখতে হবে। এই GK প্রশ্নগুলির মধ্যে প্রাচীন ভারত এর ইতিহাস, আধুনিক ভারতের ইতিহাস , GK, কারেন্ট অ্যাফেয়ার্স, জনপ্রিয় উদ্ভাবন, বিভিন্ন রাজ্যের রাজধানী ইত্যাদি বিষয় থেকে প্রশ্ন অন্তর্ভুক্ত রয়েছে। তাই সময় নষ্ট না করে মক টেস্ট শুরু করুন নিচে।।।।

Agni Batch Online Gk Quiz Mock Test

Agni Batch Online Gk Quiz Mock Test

1 / 20

1) 'যত মত তত পথ, কালী, খ্রিস্ট, আল্লা, সবই এক" একথা বলেছেন___

2 / 20

2) "আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব"-একথা বলেছেন-

3 / 20

3) "শিক্ষা হলো অশক্ত কে শক্তি দেবার উপায়" একথা বলেছেন-

4 / 20

4) "শিক্ষা হলো মানুষের অন্তর্নিহিত সত্বার পরিপূর্ণ বিকাশ" একথা বলেছেন-

5 / 20

5) মানচিত্রে অস্তিত্ব নেই এমন একটি দেশের নাম কী?

6 / 20

6) কোন্ ভারতীয় সর্বপ্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য মনোনীত হন?

7 / 20

7) পৃথিবীর সবচেয়ে ছোটো স্বাধীন দেশ কোনটি?

8 / 20

8) ভারতের কোন্ রাজ্যটিতে সবচেয়ে কম জনঘনত্ব?

9 / 20

9) ভারতের কোন্ রাজ্যে সবচেয়ে জনসংখ্যা কম?

10 / 20

10) ভারতবর্ষের সরকারি প্রচলিত নামটি কী?

11 / 20

11) কোন্ নগরীকে ভারতের অর্থনৈতিক রাজধানী বলা হয়ে থাকে?

12 / 20

12) জাতির জনক মহাত্মা গান্ধিকে হত্যা করার জন্য কটি গুলি করা হয়েছিল?

13 / 20

13) লোকসভার সদস্যপদ পেতে হলে একজন ভারতীয় নাগরিকের বয়স কত বৎসর হতে হয়?

14 / 20

14) ভারতের প্রথম রাষ্ট্রপতি কে?

15 / 20

15) স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন?

16 / 20

16) ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন?

17 / 20

17) পশ্চিমবঙ্গের আইনসভা হলো

18 / 20

18) ভারতের কোন্ প্রধানমন্ত্রী মানব বোমায় নিহত হন?

19 / 20

19) ভারতীয় সংবিধানের জনক' কাকে বলা হয়?

20 / 20

20) কোনো রাজ্যে রাষ্ট্রপতি শাসন সর্বোচ্চ কতদিন বলবৎ থাকতে পারে?

Your score is

The average score is 60%

0%

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk