Indian Economy MCQ || ভারতের অর্থনীতি MCQ

তৃতীয় স্তরের অর্থ নৈতিক কাজ ,প্রথম ও দ্বিতীয় স্তরের অর্থনৈতিক কাজের মধ্যে সংযোগ ঘটায়, এবং পরিষেবা প্রদান করার মাধ্যমে উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে তাকে তৃতীয় বা সেবা ক্ষেত্রের অর্থনৈতিক কার্যাবলী বলা হয়।উদাহরন- পরিবহন, যোগাযোগ, ক্ষুদ্র ও পাইকারী ব্যবসা।

1. ভারতবর্ষে প্রথম কবে পরিষেবা কর চালু হয়?

[A] ১৯৯৬-৯৭ সালে[B] ১৯৯৪-৯৫ সালে

[C] ২০০০-২০০১ সালে[D] ২০০১-২০০২ সালে

2. ‘অর্থনীতি একটি মানবিক বিজ্ঞান, সমাজবিজ্ঞান নয়’- কে বলেছেন?

[A] রবিন্স[B] পিগু[C] মার্শাল[D] রিকার্ডো

3. অ্যাডাম স্মিথের লেখা ‘Wealth of Nation’ বইটি কবে প্রকাশিত হয়েছিল?

[A] ১৭৭০ খ্রিঃ[B] ১৯৭৬ খ্রিঃ [C] ১৭৮০ খ্রিঃ[D] ১৭৮৬ খ্রিঃ

4. পার্চেসিং পাওয়ার প্যারিটি (পি.পি.পি.) অনুযায়ী বিশ্বে ভারতের স্থান কততম?

[A] প্রথম[B] দ্বিতীয়[C] তৃতীয়[D] চতুর্থ

5. দেশের অধিকাংশ নাগরিক কাজ করে-

[A] পরিসেবা ক্ষেত্রে[C] প্রাথমিক ক্ষেত্রে। [B] শিল্পক্ষেত্রে[D] কোনোটিই নয়

6. পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলি অনুমোদিত হয়-

[A] প্রধানমন্ত্রী দ্বারা[B] রাষ্ট্রপতি দ্বারা [C] জাতীয় পরিকল্পনা কমিশন দ্বারা[D] জাতীয় উন্নয়ন পর্ষদ দ্বারা

7. মানব উন্নয়ন সূচকের দিক থেকে পৃথিবীর মধ্যে ভারতবর্ষের স্থান- [A] 129[B] 133[C] 136[D] 139

8. দ্বাদশতম অর্থ কমিশনে কেন্দ্রীয় করের কত শতাংশ রাজ্যগুলির মধ্যে বন্টিত হত?

[A] ২৮.৫%[C] ৩২.৫%[B] ৩০.৫%[D] ৩৪.৫%

9. নিম্নের কোন্ প্রতিষ্ঠানের সদর দপ্তর জেনেভায়?

[A] বিশ্ব ব্যাঙ্কের [B] আন্তর্জাতিক অর্থভাণ্ডারের[C] বিশ্ব বাণিজ্য সংস্থার [D] এশিয়ান উন্নয়ন ব্যাঙ্কের

10. উৎপাদন বৃদ্ধির সঙ্গে নিম্নোক্ত কোনটি বৃদ্ধি পায়?

[A] স্থির ব্যয়[B] গড় ব্যয়[C] প্রান্তিক ব্যয়[D] পরিবর্তন ব্যয়

নবোদয় বিদ্যালয়ে ভর্তির কোচিং এখন কান্দিতে বাংলা এবং ইংরেজি দুই মাধ্যম এর ব্যবস্থা আছে।
Indian Economy MCQ

11. নিচের কোন্ তথ্যটি সত্য?

[A] জাতীয় আয়ের পরিমাণ বাড়ছে[B] জাতীয় আয়ের বৃদ্ধির হার কমছে[C] মাথাপিছু আয় বাড়ছে[D] (B) এবং (C) উভয়ই

12. নেহেরু রোজগার যোজনার নতুন নাম কী?

[A] স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা[B] স্বর্ণজয়ন্তী ব্লক স্বরোজগার যোজনা[C] স্বর্ণজয়ন্তী শহর স্বরোজগার যোজনা। [D] স্বর্ণজয়ন্তী জেলা স্বরোজগার যোজনা

13. প্রতিভাকিরণ যোজনা কোন্ বিষয়ের সঙ্গে যুক্ত?

[A] মহিলাদের কর্মসংস্থান[B] বৃদ্ধাদের পেনশন[C] মহিলাদের বিদেশযাত্রা[D] মহিলাদের শিক্ষা

14. সর্বশিক্ষা অভিযান কোন্ বয়সী ছেলেমেয়েদের জন্য চালু হয়েছে?[۸] ৫-১০ বছর [B| ৬-১০ বছর[C] ৭-১৪ বছর[D] ৬-১৪ বছর

15. কত সালে ভারতের হয়েছিল? পরিকল্পনা কমিশন গঠিত[A] মার্চ, ১৯৫০ খ্রিঃ[B] আগস্ট, ১৯৪৯ খ্রিঃ[C] মার্চ, ১৯৪৭ খ্রিঃ[D] আগস্ট, ১৯৫০ খ্রিঃ

16. ভারতের পরিকল্পনা সংক্রান্ত নীতি নির্ধারণের সর্বোচ্চ সংস্থা কোনটি?

[A] জাতীয় বিকাশ পরিষদ[B] পরিকল্পনা কমিশন[C] গবেষণা কার্যসূচি কমিটি [D] উপদেষ্টা সংস্থাসমূহ

17. সরকারি ব্যয়ের কোন্ উপাদানটি দ্রুত হারে বাড়ছে?

[A] প্রতিরক্ষা[B] সুদপ্রদান[C] ভরতুকি[D] প্রাকৃতিক বিপর্যয়

18. আয়ের স্বল্পতার ওপর ভিত্তি করে ‘পি’ (Poverty) সূচক নির্ধারণ করা হোক- এই মতামতটি কার?[A] দাদাভাই নৌরজী|1B| অমর্ত্য সেন[C] পরিকল্পনা কমিশন[D] মনমোহন সিং

WB Police ও Clerkship এর কোচিং এখন কান্দি তে ONLINE +OFFLINE
Indian Economy MCQ
Indian Economy

19. ভারতবর্ষের মধ্যে কোন্ রাজ্যে দারিদ্র্যসীমার নীচে বসবাসকারী মানুষের শতকরা হার কম?

[A] কেরল [B] মহারাষ্ট্র [C] পাঞ্জাব [D] গুজরাট

20. কোন্ বিদেশি ব্যাঙ্কের সবচেয়ে বেশি ভারতীয় কর্মচারী রয়েছে?[A] HSBC[B] Yes Bank[C] Standard Chartered [D] American Express

21. ‘Central Board of Direct Taxes’ দ্বারা গঠিত পার্থসারথি সোম কমিটি যে রিপোর্টটি কেন্দ্রীয় অর্থ মন্ত্রককে জমা দিয়েছেন-[A] GARR[B] CAG[C] Financial Credit Report[D] Tax Mitigation Report

22. Female Security Index অনুসারে কোন্ রাজ্য শীর্ষ তালিকায় রয়েছে?

[A] পাঞ্জাব[B] দিল্লি[C] চেন্নাই[D] হরিয়ানা

23. দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত পঞ্চম ব্রিকস শীর্ষ বৈঠকের পরিপ্রেক্ষিতে চিন কোন্ দেশের সঙ্গে কারেন্সি সোয়াপ এগ্রিমেন্টে সাক্ষর করেছে?

[A] ভারত[B] রাশিয়া[C] দক্ষিণ আফ্রিকা[D] ব্রাজিল

24. PMGY-এর অধীনে কোন্ রাজ্যকে ২৮৫.৭৫ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে?

[A] হিমাচলপ্রদেশ[B] অন্ধ্রপ্রদেশ[C] উত্তরপ্রদেশ[D] বিহার

25. VAT হল-

[A] উপভোক্তাদের উপর চাপানো একটি সরল স্বচ্ছ কর[B] একটি কর যা অন্যান্য রাজ্য করের বিকল্প[C] ক্যাপিটাল গুডস-এর ওপর কর[D] উচ্চ আয়ভুক্ত মানুষের করভার আরো বাড়ানোর উদ্দেশ্যে প্রযুক্ত কর

26. RBI-এর নির্দেশানুসারে কোনো Basic Savings Bank Deposit থেকে মাসে কতবার ATM এটাকা তোলা যায়?

[A] ২ বার [B]৩ বার [C] ৪ বার[D] ৫ বার

27. সম্প্রতি RBI পলিমার ব্যাঙ্ক নোট-এর প্রচলন করার কথা ঘোষণা করেছে, কোন্ দেশ প্রথম পলিমার ব্যাঙ্ক নোট চালু করেছিল?

[A] অস্ট্রেলিয়া [B] ফ্রান্স [C] কানাডা [D] আমেরিকা

28. 2012 সালের ডিসেম্বর মাসে কোন্ দেশের সঙ্গে ভারত কারেন্সি সোয়াপ এগ্রিমেন্টে (Currency Swap Agreement) সাক্ষর করেছে?

[A] সিঙ্গাপুর [B] জাপান [C] পাকিস্তান [D] তাইওয়ান

29. বোকারো লৌহ-ইস্পাত কারখানা কোন্ পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে স্থাপিত হয়?[A]দ্বিতীয় [B] তৃতীয় [C] চতুর্থ[D] পঞ্চম

30. 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের লিঙ্গানুপাত কত?

[A] 1000: 940[B] 1000: 950[C] 1000: 960[D] কোনোটিই নয়

31. ভারতে মোট জনসংখ্যা বৃদ্ধির হার কত?[A] 17.64%[B] 17.68%[C] 17.70%[D] কোনোটিই নয়

32. 2nd Quarter Moneytary Policy অনুযায়ী Marginal Standing Facility Rate (MSF) কত?

[A] ১০.২৫%[C] ৯.৫%[B] ১১.০%[D] কোনোটিই নয়

33. খাজনা তত্ত্বের উদ্যোক্তা-

[A] রিকার্ডো [B] ম্যালথাস[C] মার্শাল[D] পিণ্ড

34. বাজার দরে পণ্য বিক্রয় করে-

[A] সমাজতান্ত্রিক অর্থনীতিতে[B] ভারতীয় অর্থনীতিতে[C] মিশ্র অর্থনীতিতে[D] ধনতান্ত্রিক অর্থনীতিতে

35. কতসালে পরিবার পরিকল্পনা কর্মসূচী গ্রহণ করা হয়েছিল?

[A] ১৯৫৪ সালে[B] ১৯৫৩ সালে[C] ১৯৫২ সালে[D] ১৯৫১ সালে

36. রাউরকেল্লা ইস্পাত কারখানা কোন্ বিদেশি বিনিয়োগের সাহায্যে স্থাপিত হয়?

[A] মার্কিন[C] রাশিয়া[B] ব্রিটিশ[D] পশ্চিম জার্মানি

37. পৃথিবীর মধ্যে কোন্ দেশ ভারতবর্ষে সবচেয়ে বেশি বিদেশি পুঁজি বিনিয়োগ করছে?

[A] ব্রিটেন[B] আমেরিকা যুক্তরাষ্ট্র[C] জাপান[D] চিন

38. জাতিপুঞ্জের রিপোর্টের ভিত্তিতে পৃথিবীতে 1000 কোটি জনসংখ্যা হবে-

[A] 2016 সালে[C] 2085 সালে[B] 2050 সালে[D] 2100 সালে

39. 1921 সালের জনগণনায় ঋণাত্মক (Negative) হয়েছিল, তার কারণ হল-

[A] প্রথম বিশ্বযুদ্ধ[B] প্রাকৃতিক বিপর্যয়[C] ইনফ্লুয়েঞ্জা[D] বাংলা ভাগ

40. ‘নিফটি’ শেয়ার সূচকটি নীচের কোন Stock Ex- change এর সঙ্গে জড়িত?

[A] বোম্বাই স্টক এক্সচেঞ্জ[B] কলকাতা স্টক এক্সচেঞ্জ[C] জাতীয় স্টক এক্সচেঞ্জ[D] মাদ্রাজ স্টক এক্সচেঞ্জ

1.B 2.A 3. B 4.D 5.C 6.D 7. C 8.B 9.C 10.D 11.D 12.C13.D 14.D 15. A 16.A 17.C 18.B 19.C 20.C 21.A 22.C 23.D 24.A 25. A 26.C 27.A 28.B 29.B 30.A 31.A 32.C 33.A 34.D 35.C 36.D 37.B 38.D 39.C 40.C
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

1 thought on “Indian Economy MCQ || ভারতের অর্থনীতি MCQ”

Leave a Comment

error: Content is protected !!