প্রিয় ছাত্রছাত্রী এই পোস্ট টি বিভিন্ন ধরনের পরীক্ষার জন্য অপরিহার্য তাই দেরি না করে তাড়াতাড়ি পড়াশুনা শুরু করো।
WB PRIMARY TET, WBCS, MTS,CGL, WB FOOD SI, Bank Railway Group D,Ntpc প্রভৃতি সব ধরনের পরীক্ষার জন্য আমাদের পোস্ট Indian Geography MCQ Part -1
primary TET Environmental studies বা পরিবেশ বিদ্যা।
1.এনভায়রনমেন্ট শব্দটির উৎপত্তি হয়েছে- ফরাসি শব্দ ‘এনভায়রন থেকে।
2.ওজোন আবরণী পৃথিবীকে রক্ষা করে সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে ।
3. পরিবেশ সংক্রান্ত বিষয়ে প্রথম বিশ্বসম্মেলন অনুষ্ঠিত হয়- সুইডেনের স্টকহোমে।
4.পরিবেশ সুরক্ষায় উপযোগী পদ্ধতি হল -পরিবেশ সম্পর্কে জনসচেতনতা।
5.এই পৃথিবীতে মানুষ বাস্তুতন্ত্রের একটি সাধারণ ঘটক।
6.পরিবেশের ভৌত শর্ত হল – মৃত্তিকা
7.ভূমিকম্পের তীব্রতা মাপা হয় রিক্টর স্কেলে।
৪. চীন সাগরে সৃষ্ট ঘূর্ণবাতকে – টাইফুন বলে।
9. টাইফুন-ক্রান্তীয় ঘূর্ণবাত
10. ১৯৮৪ সালে ভারতে গ্যাস দূর্ঘটনা হয়েছিল-ভূপালে
11. গাড়োয়াল হিমালয়ে অরণ্য সংরক্ষণ আন্দোলনের নাম ছিল- চিপকে
12. ভূ-কম্প নির্ধারক যন্ত্রটির নাম সিসমোগ্রাফ
13. কোন মিথোজীৰি ব্যাকটেরিয়া বায়ুমণ্ডল থেকে নাইট্রাজেনের স্থিতিকরণে অংশগ্রহণকরে- রাইজোবিয়াম
14. নিম্নলিখিত কোনটি গ্যাসীয় চক্র নয়- ফসফরাস চক্র
15. ওজোনস্তরের ক্ষীণতাপ্রপ্তি ঘটে থাকে বায়ুমণ্ডলের- শান্তমণ্ডলে
16. ৰায়ুমণ্ডলে অক্সিজেনের উপস্থিতির কারণ হল – সালোকসংঙ্গের
17. প্রাণের প্রাচীনতম লক্ষণচিহ্ন যে সব পাহাড়ে পাওয়া গেছে তারা-৩.৫ মিলিয়ন বছর পুরাতন
18. পৃথিবীর সর্বাপেক্ষা অন্তবর্তী স্তরটির নাম- কোর
19. পৃথিবীর স্থলভাগকে বলা হয়- লিখোস্ফিয়ার
20. ওজোন স্তর এর সন্ধান পাওয়া গেছে স্ট্রাটোস্ফিয়ার-এ
21. পৃথিবীর যে অংশকে লিথোস্ফিয়ার বলে- মৃত্তিকা
22. নিম্নলিখিত কোনটি থেকে অক্সিজেন সব থেকে বেশী নির্গত হয়-মহাসমুদ্রের বাস্তুতন্ত্র
23. উদ্ভিদ ও প্রাণীদের আধার জীবমণ্ডল হল পৃথিবীর অশ্বমণ্ডল
24. ওজোনস্তর ক্ষীণকারী পদার্থগুলির নিয়ন্ত্রণের জন্য স্বাক্ষরিত প্রোটোকল হল- মনট্রিয়েল ১৯৮৭
Indian Geography MCQ Part -1
25.বায়ুমণ্ডলের যে অংশের তাপমান উচ্চতার সঙ্গে সঙ্গে বাড়ে, তা হল- স্ট্র্যাটোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ার
26. নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে ভূমণ্ডলের অরস্থিতি হল- ১৬ কিলোমিটার ঊর্ধ্বে
27. ভূ-তাপমাত্রা বৃদ্ধির কারণ হল- গ্রীনহাউস গ্যাস
28. লিথোস্ফিয়ার মানে- মুড়ি পাথরের স্তর সমূহ
29. ওজোন স্তর থাকে বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে
30. পৃথিবীর আনুমানিক বয়স কত – 5.6 বিলিয়ান বছর
31. ‘গাইয়া’ প্রকল্প, যাতে সমগ্র জীবমণ্ডলকে একটি অখণ্ড কার্যকরী এক হিসাবে ধরা হয়েছে, কল্পনাকরেছেন বিজ্ঞানী- জে. লাভলক
32. পৃথিবীতে প্রাণের আবির্ভাব হয়- 4.5 বিলিয়ন বছর আগে
33. সালোকসংশ্লেষ উৎপন্ন করে- সুগার (শর্করা) গ্লুকোজ
34. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ প্রায়- শতকরা ৭০ ভাগ।
35. পৃথিবীতে প্রথম প্রাণের সন্ধান পাওয়া যায়- জলমণ্ডলে 36. পৃথিবীর মোট জলভাগের মধ্যে স্বাদু জল শতকরা- ৩%
37. সূর্য থেকে বিকিরিত কত ভাগ শক্তি পৃথিবীতে এসে পৌঁছায় – ২,০০ কোটি ভাগের ১ভাগ
38. পৃথিবী সূর্যের- তৃতীয় নিকটতম গ্রহ
39. ভূ-অভ্যন্তর থেকে ম্যাগমা বেড়িয়ে এলে তাকে বলে-লাভাপ্রবাহ
40. নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি প্রাণীর হাড় ও দাঁত বৃদ্ধির জন্য প্রয়োজন- ফসফেট, ক্যালশিয়াম
41. আমরা বাস করছি যে অধিযুগে তার নাম হলোসিন
42. ডাইনোসোরদের প্রাধান্যের সময়কাল যে উপযুগ তার নাম- জুরাসিক
43. ডাইনোসোরদের অবলুপ্তি ঘটে যে উপযুগে তার নাম- ক্রিটেশাস
44. অক্সিজেন জলে থাকে-দ্রবীভূত
45. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ বেশী- নাইট্রোজেন।
Read More