Intelligence Agency Of Different Countries::-

পৃথিবীর বিভিন্ন দেশ এর বিখ্যাত গোয়েন্দা সংস্থা ::-

১ .অস্ট্রেলিয়া —ASIS, ASIO, DIO

২ .আফগানিস্তান— NDS( National Directorate of Security)

৩ .আমেরিকা —CIA( Central Intelligence Agency),

FBI( Federal Bureau of Investigation)

৪ .আর্জেন্টিনা—- AFI, ENI

৫. ইউক্রেন –NBI( National Bureau of Investigation )

৬ .ইজরায়েল –Mossad, আমান,Savak

মনে রাখার ট্রিকস – ইসরাইলের তিন ছেলে–মোসাদ, আমান, সাভাক

৭ .ইজিপ্ট –Mukhabarat

৮ .ইতালি— DIS, AISI, AISE

৯. ইরাক —-GSD, INIS

১০ .ইরান —SAVAK, MOLS

১১ .কানাডা —CSIS

১২. চীন —MSS ( Ministry of State Security)

১৩. জাপান —PSIA

১৪. জাম্বিয়া —ZSIS

১৫ .জার্মানি— BND

১৬. জিম্বাবুয়ে —CIO

১৭ .ডেনমার্ক– DSIS

১৮ .তাজিকিস্তান —SCNS

১৯ .থাইল্যান্ড —NICC

২০ .দক্ষিণ আফ্রিকা– BOSS

২১ .নরওয়ে –NIS, NORDSS

২২ .নেদারল্যান্ড –AIVD, MIVD

২৩. নেপাল– NID

২৪. পাকিস্তান— ISI(Inter-Services Intelligence)

বিশ্বের সবচেয়ে বিতর্কিত ও কুখ্যাত গোয়েন্দা সংস্থার নাম পাকিস্থানের আইএসআই (ISI)। বিতর্কের দিক থেকে এই গোয়েন্দা সংস্থা বিশ্বের প্রথম। ‘সরকারের ভেতরে সরকার’ পাকিস্থানের মাটিতে এই নামে বহুল পরিচিত ও সবচেয়ে ক্ষমতাধর সংস্থাটির নাম আইএসআই।

Intelligence Agency Of Different Countries

১৯৪৮ এর মাঝামাঝি সময়ে পাকিস্তান সেনাবাহিনীতে কর্মরত অস্ট্রেলীয় বংশোদ্ভূত ব্রিটিশ আর্মি অফিসার ও পাকিস্থান সেনাবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ মেজর জেনারেল রবার্ট চাওথামের পরামর্শে ও তত্ত্বাবধানে আইএসআই তৈরি হয়।প্রাথমিকভাবে এর কাজ তিন বাহিনীর প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে সমন্বয় সাধন করা হলেও ১৯৫০ সাল থেকে একে আদালা করে শুধুমাত্র পাকিস্থান রাষ্ট্রের নিরাপত্তা, স্বার্থ রক্ষা ও অখণ্ডতা বজায় রাখার দায়িত্ব দেয়া হয়।

যদিও বর্তমানে এই সংস্থার প্রধান কাজ হলো দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ও ভারতে অস্থিতিকর পরিবেশ তৈরী করা।দেশে-বিদেশে সংস্থাটির সম্ভাব্য সদস্য সংখ্যা ২৬ হাজারের বেশি এবং এর মধ্যে অনেক তথ্য প্রদান কারীও রয়েছে।

২৫ .পেরু– DINI

২৬ .ফিনল্যান্ড– FDIA

২৭ .ফ্রান্স– DGSE

২৮ .বাংলাদেশ –NSI(National Security Information), DGFI

২৯ .ব্রিটেন– MI-5, MI-6, SIS, JIO( Joint Intelligence Organisation)

Intelligence Agency Of Different Countries–

৩০ .ভারত —RAW(Research and Analysis Wing), IB(intelegence Bureau) বর্তমানে IB chief হলেন Tapan Kumar Deka, CBI(Central Bureau of Investigation) বর্তমানে CBI chief হলেন Praveen Sood . তিনি 2025 সাল পর্যন্ত এই পদে বহাল থাকবেন।

৩১ .ভেনেজুয়েলা —DGCIM

৩২ .মায়ানমার —BSI, MI

৩৩ .রাশিয়া– FSB, GRU,KGB(Komitet Gosudarstvennoy Bezopasnosti বর্তমানে এই সংস্থা বিলুপ্ত)

৩৪.সুইজারল্যান্ড —-SND

৩৫.আমেরিকা যুক্তরাষ্ট্র —-CIA (সেন্ট্রাল ইন্টিলিজেন্স এজেন্সি), FBI (ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন), ফেয়ার ফ্যাক্স (বেসরকারি গোয়েন্দা সংস্থা)

Walnut Academy Kandi official website – Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk