Navodaya And Ramkrishna Mission Math Practice

Table of Contents

একটি সংখ্যা যদি অপর কতকগুলি সংখ্যার প্রত্যেকটি দ্বারা সম্পূর্ণরূপে বিভাজ্য হয়, তবে ওই সংখ্যা গুলির প্রত্যেকটিই পূর্ববর্তী সংখ্যার গুণনীয়ক বা উৎপাদক। যেমন- 6 সংখ্যাটি 3 ও 2 প্রত্যেকের দ্বারা বিভাজ্য, কাজেই 3 ও 2, 6-এর উৎপাদক।

কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা সসীম।

দুই বা তার বেশি সংখ্যক সংখ্যার গুণনীয়ক একই হলে, ওই গুণনীয়ককে সংখ্যা গুলির সাধারণ গুণনীয়ক বলে।

যেমন-16-এর গুণনীয়ক গুলি হল 1, 2, 4, 8, 16

24-এর গুণনীয়ক গুলি হল 1, 2, 3, 4, 6, 8, 12, 24

তাহলে 16 ও 24-এর সাধারণ গুণনীয়ক গুলি হল 1, 2, 4,8

কোনো সংখ্যা দিয়ে যে যে সংখ্যা বিভাজ্য, সেই সংখ্যাগুলিকে ওই সংখ্যার গুণিতক বলা হয়। কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসীম। যেমন- 5-এর ওটি গুণিতক হল 5, 10, 15 |

দুই বা তার বেশি সংখ্যক সংখ্যার গুণিতক একই হলে, ওই গুণিতককে ওই সংখ্যা গুলির সাধারণ গুণিতক বলে।

যেমন-12-এর কয়েকটি গুণিতক 12, 24, 36, 48

24-এর কয়েকটি গুণিতক 24, 48, 72, 96.

তাহলে 12 ও 24-এর দুটি সাধারণ গুণিতক হল 24 ও 48।

কোনো সংখ্যার মৌলিক উৎপাদক বলতে সেইসব মৌলিক সংখ্যাকে বোঝায়, যাদের দ্বারা ওই সংখ্যাটি সম্পূর্ণরূপে বিভাজ্য।

যেমন- 36-এর উৎপাদকগুলি হল 1, 2, 3, 4, 6, 9, 12, 18, 36 এদের মধ্যে 2, 3 হল মৌলিক সংখ্যা, তাই 36-এর মৌলিক উৎপাদকগুলি হল 2 ও 3.

1. যে-কোনো সংখ্যার গুণনীয়কের সংখ্যা নির্দিষ্ট।

2. যে-কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য অথবা অনির্দিষ্ট।

3. কেবলমাত্র শূন্য (০)-এর গুণিতক সংখ্যা একটি, সেটি সে নিজেই।

4. প্রতিটি সংখ্যাই তার নিজের গুণনীয়ক।

5. 1 প্রতিটি সংখ্যার গুণনীয়ক।

6. কোনো সংখ্যার গুণনীয়ক, সংখ্যাটির থেকে ছোটো অথবা তার সমান হয়।

7. কোনো সংখ্যার গুণিতক সংখ্যাটির থেকে বড়ো অথবা তার সমান হয়।

৪. প্রতিটি সংখ্যাই তার নিজের গুণিতক।

9.1 থেকে 100 পর্যন্ত মৌলিক সংখা 25 টি।

গুণনীয়ক ও গুণিতক //[Factors and multiples including their properties] মক টেষ্ট এ অংশ গ্রহণ করুন আর নিজের মেধা যাচাই করুন -------

1 / 25

1. 144-এর গুণনীয়কের সংখ্যা-

2 / 25

2. দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 875 এবং তাদের ভাগফল7/5, সংখ্যা দুটি-

3 / 25

3. 12-এর মৌলিক উৎপাদকগুলি কী কী?

4 / 25

4. নীচের কোনটি 225-এর উৎপাদক নয়?

5 / 25

5. 8*456 সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হলে, লুপ্ত অঙ্কটি কত?

6 / 25

6. তিনটি ক্রমিক সংখ্যার গুণফল সর্বদা কোন সংখ্যা দ্বারা বিভাজ্য?

7 / 25

7. যদি 23 সংখ্যাটির গুণিতক 2415 হয়, তবে 17-এর গুণিতক হল-

8 / 25

8. 45 সংখ্যাটির মৌলিক উৎপাদকগুলি কী কী?

9 / 25

9. 4*7-এ, * চিহ্ন স্থানে কোন ক্ষুদ্রতম সংখ্যা বসালে 3 দ্বারা বিভাজ্য হবে?

10 / 25

10. 1থেকে 100 পর্যন্ত ক-টি মৌলিক সংখ্যা আছে?

11 / 25

11. 4-এর প্রথম তিনটি গুণিতকের যোগফল-

12 / 25

12. কোন সংখ্যাকে 25 দ্বারা ভাগ করলে ভাগফল 25 এবং ভাগশেষ 5 হবে?

13 / 25

13. 35 এবং 45-এর সাধারণ উৎপাদক হল-

14 / 25

14. নীচের কোনটি 136-এর গুণনীয়ক নয় ?

15 / 25

15. নীচের কোন সংখ্যাটি যে-কোনো মৌলিক সংখ্যার একটি উৎপাদক?

16 / 25

16. 240-এর মৌলিক উৎপাদকগুলি হল-

17 / 25

17. 14 থেকে 77-এর মধ্যে 7-এর গুণিতকের সংখ্যা-

18 / 25

18. 36-এর উৎপাদক সংখ্যা-

19 / 25

19. 25-এর চেয়ে ছোটো 3 -এর গুণিতক ক-টি?

20 / 25

20. 1000 অপেক্ষা ক্ষুদ্রতর কতগুলি সংখ্যা 10 ও 13 উভয়েরই গুণিতক?

21 / 25

21. 36-এর মৌলিক উৎপাদকগুলি কী কী?

22 / 25

22. 12-এর মৌলিক উৎপাদকগুলি কী কী?

23 / 25

23. 30-এর বৃহত্তম মৌলিক উৎপাদকটি কত?

24 / 25

24. কোন্ ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাকে 9 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে?

25 / 25

25. কোনো সংখ্যাকে 16 দ্বারা ভাগ করলে ৪ অবশিষ্ট থাকে। সংখ্যাটিকে এ দ্বারা ভাগ করলে কত অধ্য থাকবে?

Your score is

The average score is 65%

0%

Ramkrishna Mission Narendra pur Official Notification

লসাগু গসাগু এর মক টেষ্ট দিতে — Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk