প্রিয় ছাত্র ছাত্রী আজকের পোস্টে তোমাদের সাথে আলোচনা করবো,,,পরিবেশ বিজ্ঞান সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য || Some Important Environmental Study Onliner part -2 For Primary Tet যেগুলো বিগত পরীক্ষাতে অনেকবার এসেছে।।
1. বাস্তুবিদ্যা কী? জীব ও তার বসবাসকারী পরিবেশের মধ্যেকার পারস্পরিক সম্পর্ক নিয়ে অধ্যয়নের বিজ্ঞান বা বিষয়কেই বাস্তুবিদ্যা বলে।
2. বাস্তুবিদ্যা শব্দটির উৎপত্তি হয় দুটি গ্রিক শব্দের সমন্বয়ে। যথা-‘Oikos’ ও ‘Logos’।
3. বাস্তুবিদ্যা শব্দটির প্রবর্তক হলেন আর্নেস্ট হেকেল Ernst Haeckel
4. বাস্তুবিদ্যার জনক বলা হয় বিজ্ঞানী রেইটার (Reiter)-কে।
5. ভারতীয় বাস্তুবিদ্যার জনক বলা হয় আর মিশ্র (R Mishra)-কে।
6. বাস্তুবিদ্যার একক হল বাস্তুতন্ত্র।
7. বাস্তুতন্ত্র হল কোনো নির্দিষ্ট অঞ্চলের জীবজ এবং অজীবজ উপাদনগুলির পারস্পরিক সম্পর্ক।
৪. বাস্তুতন্ত্রের শব্দের প্রবর্তক হলেন এ জি টান্সলে (A G Tansley)।
9. বাস্তুতন্ত্রের উপাদানগুলি হল এর জীবজ এবং অজীবজ সম্পদ।
10. সর্বাপেক্ষা সুস্থির বাস্তুতন্ত্র পরিলক্ষিত হয় সামুদ্রিক পরিবেশে।
11.* খাদ্যশৃঙ্খল হল পরিবেশের এক জীব থেকে কাপর জীবের মধ্যে খাদ্য শক্তি সঞ্চালনের দৈহিক উপন্যাপনায়
12. খাদ্যশৃঙ্খল শুরু হয় সালোকসংশ্লেষ (উৎপাদক)-এ।
13. ইকোলজিক্যাল পিরামিডের ধারণার প্রবর্তক হলেন বিজ্ঞানী এলটন (Elton)।
14. ইকোলজিক্যাল পিরামিডের সর্বাপেক্ষা নিম্নে অবস্থিত হল উৎপাদক।
15. প্রাথমিক খাদক সাধারণত তৃণভোজী প্রকৃতির হয়।
16. গৌণ ও প্রগৌণ খাদক সাধারণত মাংসাশী প্রকৃতির হয়।
17. বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ সর্বদা ঊর্ধ্বমুখী ও একমুখী প্রকৃতির হয়।
18. উলটানো প্রকৃতির জীবভর পিরামিড পরিলক্ষিত হয় জলজ বাস্তুতন্ত্রে।
19. উলটানো প্রকৃতির সাংখ্যিক পিরামিড পরিলক্ষিত হয় পরজীবীয় বাস্তুতন্ত্রে।
20. 10% সূত্রের প্রবর্তক হলেন বিজ্ঞানী লিন্ডেম্যান (Lindeman)।
21. বায়োম হল বৃহৎ ভৌগোলিক অঞ্চলের বহু বাস্তুতন্ত্রের সমন্বয়।
22. ইকোটোন হল ভিন্ন বাস্তুতন্ত্রের সংযোজক অঞ্চল।
23. জীবমণ্ডল হল জীববিস্তারের বা জীবনধারণের জন্য উপযুক্ত পরিবেশ।
24. জীবমণ্ডলের বিভাগগুলি হল-হাইড্রোস্ফিয়ার (জলমন্ডল), অ্যাটমস্ফিয়ার (বায়ুমণ্ডল) এবং লিথোস্ফিয়ার(স্থলমণ্ডল)।
25. নীচ বলতে বোঝায় কোনো জীবের তার পরিবেশে কার্যকারী ভূমিকা।
26. বিশ্ব উস্নায়নের সহিত সম্পর্কিত দূষকগুলি হল- CO2 (45-55%), CFC (16%), CH4 (6%), CO, O3, H2Oপ্রভৃতি।
27. গ্রিনহাউস গ্যাস বলা হয় CO2কে।
28.SPM কথাটির পুরো অর্থ হল Suspended Particulate Matter.
29.অম্লবৃষ্টির সঙ্গে সম্পর্কিত দূষকগুলি হল SO2 ও NO2
30. অম্লবৃষ্টির PH হল 5.6 বা তার কম।
31.স্টোন ক্যানসার হল অম্লবৃষ্টির জন্যে মার্বেলের ক্ষত বা ক্ষয়।
32. ওজোনস্তর পরিলক্ষিত হয় বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার অঞ্চলে।
33.স্ট্রাটোস্ফিয়ার অঞ্চলের ওজোনকে ভালো ওজোন (Good Ozone) বলে।
34. ট্রপোস্ফিয়ার অঞ্চলের ওজোনকে মন্দ ওজোন (Bad Ozone) বলে।
35 . ওজোনস্তর আমাদের ক্ষতিকারক UV Rays থেকে সুরক্ষিত রাখে।
36. ওজোনস্তর ক্ষয়ের জন্যে দায়ী দূষক CFC, BFC, হালোন প্রভৃতি।
37. CFC-এর প্রধান ক্ষতিকারক উপাদান হল ক্লোরিন।
38. ওজোনস্তর ক্ষয় রোধের জন্যে আন্তর্জাতিক সম্মেলন হল মন্ট্রিয়ল প্রোটোকল।
39. শব্দদূষণ প্রতিরোধের জন্যে রাস্তার পাশে গাছ লাগানোকে গ্রিন বেল্ট বা গ্রিন মাফলার বলে।
40. বায়ুদূষণের জৈব সূচক বলা হয় লাইকেন নামক উদ্ভিদকে। (বিশেষ করে SO2 দূষণ)
41 . ইউট্রফিকেশন হল জলাশয়ে পরিপোষকের (নাইট্রেট, ফসফরাস প্রভৃতি) শ্রীবৃদ্ধি।
42. অ্যাঙ্কাল ব্লুম বলতে বোঝায় জলাশয়ে ইউট্রফিকেশনজনিত কারণে শৈবালের বৃদ্ধি।
43. BOD-এর পুরো নাম হল Biochemical Oxygen Demand.
44. জলাশয়ে BOD-এর বৃদ্ধি হল দুষিত জলের সূচক।
45. COD-এর পুরো নাম Chemical Oxygen Demand
46. MIC-এর পুরো নাম হল Methyl Iso-Cyanate
47. 1984-এর ভূপাল গ্যাস বিপর্যয়ের সঙ্গে সম্পর্কিত বিষাক্ত গ্যাসটি হল MIC গ্যাস।
48. PAN-এর পুরো নাম হল Peroxy Acetyl Nitrate
49. মিনামাটা রোগের জন্যে দায়ী হল পারদ বা (Mercury)।
50. ব্ল্যাক ফুট রোগের জন্য দায়ী হল Arsenic
51. ইটাই-ইটাই রোগের জন্যে দায়ী হল ক্যাডমিয়াম (CD-Cadmium)।
52. ডিসলেক্সিয়া রোগের জন্যে দায়ী হল লেড বা (Pb Lead)।
53. কয়লা খনির শ্রমিকদের মধ্যে যে রোগের প্রভাব দেখা যেতে পারে তা হল অ্যানথ্রাকোসিস বা Black Lung Disease।
54. ধূলিকণা বা সিলিকনের দূষণজনিত কারণে যে রোগ হতে পারে তা হল সিলিকোসিস (Silicosis)।
55. অ্যাসবেসটসজনিত দূষণ অ্যাসবেসটোসিস নামক রোগ ঘটায়।
56. বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় প্রত্যেক বছরের 5 জুন তারিখে।
57. ওজোন দিবস পালন করা হয় প্রত্যেক বছরের 16 সেপ্টেম্বর তারিখে।
58. বিশ্ব বন্য জীবন দিবস (World Wildlife Day) পালন করা হয় প্রত্যেক বছরের 3 মার্চ তারিখে।
59. বিশ্ব এইডস দিবস পালন করা হয় প্রত্যেক বছরের 1 ডিসেম্বর তারিখে।
60. রেড ডেটা বুক (Red Data Book) হল IUCN দ্বারা প্রকাশিত বিপদগ্রস্ত, বিপন্ন, বিরল জীবেদের তালিকা।
শিশু মনোবিদ্যা MCQ Part- 2 — Click Now |
Our Official Facebook Page-- Follow Now