আমাদের খুবই পরিচিত পতঙ্গ হল মাকড়সা নিজের জালে নিজেই জড়ায় না কেন? Why is the spider not involved in its own web?
আমাদের পৃথিবীর একটি বিচিত্র প্রাণী হল মাকড়সা। এরা অমেরুদণ্ডী পর্বের অন্তর্গত সন্ধিপদী শ্রেণির প্রাণী। পৃথিবীর প্রায় সব দেশে বিভিন্ন প্রজাতির মাকড়সা দেখতে পাওয়া যায়। এরা আকারে ছোট্ট একটি বিন্দু থেকে প্রায় 15-20 সেমি লম্বা হয় এবং এদের জীবনকাল 1-15 বছর পর্যন্তও হতে পারে। মাকড়সার দেহে দুটি অংশ থাকে- মাথা ও ধড় এবং 4 জোড়া পা।
মাকড়সা নিজের জালে নিজেই জড়ায় না কেন? Why is the spider not involved in its own web?
মাকড়সা খাদ্য শিকার করার জন্য জাল বোনে। মাকড়সার পেটে একটি গ্রন্থি থাকে এবং পেটের ঠিক ওপরেই অবস্থিত এক ছিদ্রের মধ্যে দিয়ে এই গ্রন্থি নিঃসৃত রস বা একরকম তরল পদার্থ সবু সুতোর আকারে বেরিয়ে আসে। তরল পদার্থটি বাতাসের সংস্পর্শে এসে সিল্ক জাতীয় সূক্ষ্ম সুতোয় পরিণত হয়, এবং এই সুতোকেই মাকড়সা তার জাল বোনার কাজে ব্যবহার করে। জাল বিভিন্ন রকম হতে পারে, কিছু হয় বেশ নরম আবার কোনোটি বেশ আঠালো। কিন্তু জালের সুতোগুলি খুব মজবুত ও শক্ত হয়। নানারকম পোকা বা কীটপতঙ্গ ওই জালে আটকে পড়ে এবং মাকড়সার খাদ্যে পরিণত হয়। পোকামাকড়রা জালের মধ্যে সহজে জড়িয়ে গেলেও মাকড়সা তার নিজের জালে কখনোই জড়িয়ে পড়ে না।
কেন এমন হয়? আসলে মাকড়সার গায়ে এক ধরনের তৈলাক্ত পদার্থ থাকে যা মাকড়সাকে জালে জড়িয়ে যাওয়া থেকে বাঁচায়। পিচ্ছিল তৈলাক্ত পদার্থের জন্য মাকড়সা সহজেই জালের ওপর দিয়ে চলাফেরা করতে পারে। কিন্তু এই জালই অন্যান্য পোকামাকড়দের কাছে হয়ে ওঠে মরণফাঁদ।
মাকড়সার রেচন অঙ্গ কি? উত্তর :– কক্সাল গ্রন্থি
কাঁকড়া বিছের রেচন অঙ্গ কি? উত্তর :- কক্সাল গ্রন্থি
মাকড়সা ইংরেজি কি? উত্তর :– Spider
মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি? উত্তর :–বুকগিল
মাকড়সা কামড়ালে কি হয়?
উত্তর :-একটি মাকড়সার কামড় ফোলা, প্রদাহ এবং লালভাব সৃষ্টি করতে পারে অন্যান্য পোকার কামড়ের মতোই ত্বকে লালভাব, চুলকানি এবং বেদনাদায়ক ফুসকুড়ি দেখা যায়। মাকড়সার কামড়ের অন্যান্য গুরুতর উপসর্গগুলি (যেমন কালো উইডো থেকে) হল পেটে কামড়ানো, ঘাম দেওয়া, বমি বমি ভাব, জ্বর, ঠান্ডা লাগা, ত্বকে ফোসকা এবং ব্যথা।
ভারতের গুরত্বপূর্ণ ঐতিহাসিক স্থান — Click Here |
Walnut Academy official — click here |