📄প্রিয় ছাত্রছাত্রী –
WB Civik Police Recruitment —-
রাজ্যের চাকরিপ্রার্থীদের বিরাট খুশির খবর। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে আবারও নতুন করে সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হবে। নবান্ন সূত্রে খবর জানিয়ে দিয়েছে। রাজ্যের 23 টি জেলা থেকে আবেদন করতে পারবেন। রাজ্যের বহু বেকার যুবক-যুবতী কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা করা যাচ্ছে। আবেদন করার জন্য প্রতিবেদনটি প্রথম থেকে শেষ অব্দি ভালো করে পড়ুন।
WB Civic New Volunteer Recruitment 2023—–
কিছুদিন আগে কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত ১৮ হাজার শূন্য পদ আবিষ্কার করা হয়েছে রাজ্যে, যেগুলি রয়েছে কলকাতাতেই। এছাড়াও রাজ্যের অন্যান্য এলাকায় নিয়োগের কাজও শীঘ্রই শুরু করা হবে বলে জানিয়েছে রাজ্য পুলিশ। সেগুলির শূন্য পদের সংখ্যা পরে জানানো হবে। তবে সূত্র মারফত জানা গেছে ১৮ হাজার শুন্য পদের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙ্গর এলাকাতেই ৮ হাজার ভলেন্টিয়ার কর্মীকে নিয়োগ (Civic Volunteer Recruitment) করা হবে। আর বাকি ১০০০০ ভলেন্টিয়ারদের সংশ্লিষ্ট ডিভিশনের অধীনে থাকা অন্যান্য থানা গুলিতে নিয়োগ করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।সিভিক ভলেন্টিয়ার নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের বয়সের উর্ধ্বসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩৫ এর কথা ভাবছে রাজ্য সরকার। পূজোর আগেই যে কোন দিন সিদ্ধান্ত ঘোষণা করতে পারেন নবান্ন থেকে।সিভিক ভলেন্টিয়ারদের একাধিক দাবি পূরণের ব্যাপারে দীর্ঘদিন ধরে সক্রিয় police walfare board এর শীর্ষকর্তারা এবং সূত্র এর খবর সম্প্রতি তারা সিভিক নিয়ে সরকারের কাছে লিখিত দাবি পত্র পেশ করে।
Elegibility criteria and process Of Civik Police–
Salary of civik police and Elegibility Criteria–
Wb Civik Police Recruitment process and Salary is most important structure let’s start–
বর্তমানে কলকাতা ও রাজ্যে পুলিশ মিলিয়ে প্রায় 1 লক্ষ 25 হাজার সিভিক ভলেন্টিয়ার আছে। ২০১১ সালে ক্ষমতায় এসে তৃণমূল সরকার পুলিশের কাজে সাহায্যে জন্য সিভিক ভলেন্টিয়ার নিয়োগের সিদ্ধান্ত নেয়।নির্বাচন নিম্নলিখিত পদক্ষেপের মাধ্যমে হবে আবেদনপত্র যাচাই-বাছাই,মেডিকেল ফিটনেস টেস্ট,ও সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের সাক্ষাৎকার।সিভিল ভলান্টিয়ার চাকরি পেতে প্রার্থীদের অবশ্যই সমস্ত নির্বাচনের ধাপগুলি পাস করতে হবে।কিভাবে পশ্চিমবঙ্গ সিভিক পুলিশ আবেদনপত্র জমা দিতে হয়?পশ্চিমবঙ্গে সিভিক পুলিশের জন্য আবেদনপত্র জমা দেওয়ার পদ্ধতি অফলাইন মোডের মাধ্যমে। আগ্রহী প্রার্থীরা সংশ্লিষ্ট বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র ডাউনলোড করতে পারেন এবং সমস্ত প্রয়োজনীয় নথি সংযুক্ত করে যথাযথভাবে পূরণ করতে পারেন। এর পরে, তাদের অবশ্যই আবেদনপত্রে উল্লেখিত ঠিকানায় হার্ডকপি জমা দিতে হবে।প্রয়োজনীয় নথিগুলির স্ব-প্রত্যয়িত কপি সংযুক্ত করতে ভুলবেন না
যেমন:ভোটার কার্ড।
আধার কার্ড।
শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট।
Caste শংসাপত্র যদি থাকে।
PwD সার্টিফিকেট যদি থাকে।
✡️এখানে সিভিক ভলান্টিয়ারের একটি নমুনা আবেদনপত্র রয়েছে:ওয়েস্ট বেঙ্গল সিভিক পুলিশ স্বেচ্ছাসেবক নিয়োগের আবেদনপত্র অনলাইন and অফলাইনে
FAQs on Civic Police Recruitment in West Bengal
🕳️পশ্চিমবঙ্গ সিভিক পুলিশ ভলেন্টিয়ার আবেদন পত্র কোথায় জমা দিতে হবে?
👉আবেদন পত্র পূরণ করে নিকটবর্তী থানায় জমা দিতে হবে।
🕳️সিভিক পুলিশ এর মাইনা কত?
👉বর্তমানে সিভিক পুলিশের মাইনা ৯০০০ টাকা।
🕳️পশ্চিমবঙ্গ সিভিক পুলিশ ভলেন্টিয়ার এর জন্য কবে নিয়োগ শুরু হবে?
👉পূজোর পর অক্টোবর বা নভেম্বর মাসে নতুন সিভিক পুলিশের নিয়োগ শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।
Read More
Volunteer.im