Important 50+Gk Railway ||ভারতীয় রেল এর পরীক্ষার গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান

(Gk Railway) রেলওয়ে এর পরীক্ষা গুলি RRB (রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড) এবং RRC (রেলওয়ে রিক্রুটমেন্ট সেল) দ্বারা পরিচালিত হয় । বিজ্ঞপ্তি প্রকাশিত হলে ভারতবর্ষের লক্ষ লক্ষ প্রার্থী রেলওয়ে পরীক্ষার জন্য আবেদন করেন। কারিগরি, প্যারামেডিক্যাল এবং মন্ত্রী বিভাগগুলিতে রেলওয়ে নিয়োগের জন্য RRB গুলি দায়ী৷ অন্যদিকে, আরআরসিগুলি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য দায়ী। RRB NTPC, RRB ALP, RRB Group D, ইত্যাদি পদের জন্য রেলওয়ে পরীক্ষা পরিচালিত হয়।

১. প্রশ্ন: কত খ্রিস্টাব্দে নবাব সিরাজুদ্দৌলা ফোর্ট উইলিয়াম দুর্গ দখল করেন?

উত্তর: ২০ জুন ১৭৫৬।

২. প্রশ্ন: কোন সালে নবাব আলীবর্দী খানের মৃত্যু হয়?

উত্তর: ১৭৫৬ সালে।

৩. প্রশ্ন: পলাশীর যুদ্ধ কবে সংঘটিত হয়?

উত্তর: ২৩ জুন ১৭৫৭।

৪. প্রশ্ন: নবাব সিরাজুদ্দৌলা কোন খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন?

উত্তর: ১৭৩৩ খ্রিস্টাব্দে।

৫. প্রশ্ন: নবাব মীর কাশিম ও ইংরেজদের মধ্যে কোন সালে যুদ্ধ বাধে?

উত্তর: ১৭৬৪ সালে।

৬. প্রশ্ন: ছিয়াত্তরের মন্বন্তর কখন হয়েছিল?

উত্তর: ১১৭৬ বাংলা, ১৭৭০ ইংরেজি সালে।

৭. প্রশ্ন: পঞ্চাশের মন্বন্তর কখন হয়েছিল?

উত্তর: ১৩৫০ বাংলা, ১৯৪৩ ইংরেজি সালে।

৮. প্রশ্ন : ‘অন্ধকূপ হত্যাকাণ্ড’ কখন সংগঠিত হয়েছিল?

উত্তর: ১৭৫৬ সালে।

৯. প্রশ্ন: কলকাতা নগরী প্রতিষ্ঠিত হয় কোন সালে?

উত্তর: ১৬৯০ সালে।

১০. প্রশ্ন: বর্গী নামে কারা পরিচিতি ছিল

?উত্তর: মারাঠারা।

১১. প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে স্থানান্তর করেন?

উত্তর: নবাব মীর কাশিম।

১২. প্রশ্ন: ইংরেজদের সাথে মীর কাশিমের যুদ্ধ সংঘটিত হয়েছিল কোথায়?

উত্তর: বক্সারে।

১৩. প্রশ্ন: বক্সারের যুদ্ধ হয়েছিল কোন সালে?

উত্তর: ১৭৬৪ সালে।

১৪. প্রশ্ন: আদালতে ফরাসি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার প্রচলন করেন কোন ইংরেজ শাসক?

উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

১৫. প্রশ্ন: সতীদাহ প্রথার বিলোপ সাধন করেন কে?

উত্তর: লর্ড বেন্টিঙ্ক।

১৬. প্রশ্ন: ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোথায় সংঘটিত হয়?উত্তর: বঙ্গদেশের ব্যারাকপুরে।

১৭. প্রশ্ন: ব্রিটিশ বিরোধী সিপাহী বিদ্রোহ কোন সালে সংঘটিত হয়?উত্তর: ১৮৫৭ সালের ৯ মার্চ।

১৮. প্রশ্ন: সিপাহী বিদ্রোহের পর ইংরেজরা সম্রাট ২য় বাহাদুর শাহ জাফরকে কোথায় নির্বাসন দেন?

উত্তর: মায়ানমারে।

১৯. প্রশ্ন: মোঘল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ জাফরের সমাধি কোথায় অবস্থিত?

উত্তর: মায়ানমারে।

২০. প্রশ্ন: উপমহাদেশের সর্বশেষ ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

উত্তর: লর্ড মাউন্ট ব্যাটেন।

২১. প্রশ্ন: ইংরেজরা বাংলায় প্রথম কোন স্থানে কুঠি স্থাপন করে?উত্তর: সুরাটে।

২২. প্রশ্ন: কে শান্তিপূর্ণ বাণিজ্যনীতি পরিত্যাগ করে বন্দর আক্রমণ করে?

উত্তর: ইংরেজ নৌবাহিনীর জন চাইল্ড।

২৩. প্রশ্ন: বাংলায় ইংরেজদের কোন কুঠিটি সবচেয়ে সুরক্ষিত ছিল?উত্তর: ফোর্ট উইলিয়াম।

২৪. প্রশ্ন: মোঘল সম্রাটের সাথে ইংরেজদের সন্ধি হয় কোন সালে?উত্তর: ১৬৬০ সালে।

২৫. প্রশ্ন: কলকাতা নগরী কে প্রতিষ্ঠা করেন?

উত্তর: ইংরেজ কর্মচারী জন চার্নক।

২৬. প্রশ্ন: ইংরেজরা কোন সালে বাংলা আক্রমণ করে?

উত্তর: ১৬৮৬ সালে।

২৭. প্রশ্ন: ইংরেজরা কবে কলকাতা অধিকার করে?

উত্তর: ০২ জানুয়ারি ১৭৫৭।

২৮. প্রশ্ন: উপমহাদেশের প্রথম ব্রিটিশ গভর্নর কে ছিলেন?

উত্তর: লর্ড ক্লাইভ।

২৯. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থার প্রবর্তণ করেন কে?

উত্তর: লর্ড ক্লাইভ।

৩০. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থা কবে চালু হয়?

উত্তর: ১৭৬৭ সালে।

৩১. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় শাসন কর্তৃত্ব কারওপর ন্যাস্ত হয়?উত্তর: নবাবের ওপর।

৩২. প্রশ্ন: দ্বৈত শাসন ব্যবস্থায় রাজস্ব আদায়ের দায়িত্ব কার ওপর ন্যাস্ত হয়?

উত্তর: লর্ড ক্লাইভ।

৩৩. প্রশ্ন: বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থা কে রহিতকরেন?উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩৪. প্রশ্ন: নিলাম সূত্রে কে জমি বন্দোবস্তের প্রথাচালু করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩৫. প্রশ্ন: ওয়ারেন হেস্টিংস কবে বাংলার গভর্নরজেনারেল নিযুক্ত হন?

উত্তর: ১৭৭২ সালে।

৩৬. প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তণ করেন কে?

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

৩৭. প্রশ্ন: চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে প্রবর্তণকরা হয়?

উত্তর: ১৭৯৩ সালে।

৩৮. প্রশ্ন: কে বাংলার রাজধানী মুর্শিদাবাদ থেকে কলকাতায় স্থানান্তর করেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৩৯. প্রশ্ন: উপমহাদেশে সর্বপ্রথম ‘রাজস্ব বোর্ড’ স্থাপন করেন কোন ইংরেজ শাসক?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

৪০. প্রশ্ন: পাঁচশালা বন্দোবস্তের কে প্রবর্তণকরেন?

উত্তর: ওয়ারেন হেস্টিংস।

41. তেভাগা আন্দোলন কবে শুরু হয়?

উঃ ১৯৪৬ সালের সেপ্টেম্বর মাসে।

42. মেগাস্থিনিসের ইণ্ডিকা’ কোন ভাষায় লেখা?

উঃ গ্রীক ভাষায়।

43. মুঘল যুগে ইস্ট ইন্ডিয়া কোম্পানীর প্রতিনিধি হিসাবে কে ভারতে আসেন?

উঃ উইলিয়াম হকিন্স।

44. পর্তুগীজ নাবিক ভাস্কো ডা গামা কবে ভারতেআসেন?

উঃ ১৪৯৮ খ্রীষ্টাব্দের ২৭শে মে।

45. কোন সম্রাটকে ভারতের নেপোলিয়ান বলা হয়?

উঃ সমুদ্রগুপ্তকে।

46. হর্ষচরিত গ্রন্থের রচয়িতা কে?

উঃ বানভট্ট

47. বাংলায় ‘স্বাধীন নবাবী’ কে প্রতিষ্ঠা করেন?

উঃ মুর্শিদকুলি খাঁ।

48. ওয়াটালুর যুদ্ধ কত খ্রীষ্টাব্দে হয়েছিল?

উঃ ১৮১৫ খ্রীষ্টাব্দের ১৮ই জুন।

49. তাজমহল কে প্রতিষ্ঠা করেন?

উঃ শাহজাহান।

50. শিবাজীর ছেলের নাম কী?

উঃ শম্‌ভুজী।

Lady Constable Gk — Click Here
Railway Exam Admit Card Download — Click Here

Important 50+Gk Railway

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!