Valuable Current Affairs 2024

Current Affairs 2023 important topics for all government Recruitments aspirants

  1. সম্প্রতি কোন রাজ্যে “আন্তর্জাতিক ঘুড়ি উৎসব” 2023- শুরু হয়েছে?

উত্তর:- গুজরাট

  1. সম্প্রতি অনুষ্ঠিত কোন দেশের মহিলা ক্রিকেট দল এশিয়ান গেমস 2023 -এ স্বর্ণপদক জিতেছে?

উত্তর:- ভারত

  1. সম্প্রতি প্রকাশিত “World Talent Ranking 2022” -এ ভারতের স্থান কত?

| উত্তর:- 56

  1. সম্প্রতি কোন রাজ্যে “বিশ্বব্যাপী হলুদ সম্মেলন” আয়োজন করা হয়েছে?

উত্তর:- মহারাষ্ট্র।

  1. টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (TASL) এর চেয়ারম্যান পদে সম্প্রতি কাকে নিযুক্ত করা হয়েছে?

=উত্তর:- বনমালী আগরওয়াল

  1. ‘ভারত ড্রোন শক্তি প্রদর্শনী 2023’ কোন রাজ্যে উদ্বোধন করা হলো?

Ans- উত্তর প্রদেশ

  1. সম্প্রতি কোন দেশের মুদ্রা বিশ্বের সেরা পারফরম্যান্স মুদ্রার স্থান পেয়েছে? উত্তর:- আফগানিস্তান

৪. সম্প্রতি প্রকাশিত “Global Innovation Index 2023” -এ ভারতের স্থান কত?

উত্তর:- 40

  1. সম্প্রতি “Indian Grand Prix 2023” (ইন্ডিয়ান গ্র্যান্ড পিক্স) কে জয়লাভ করলেন?

উত্তর:- মার্কো বেজেচি।

10.World Radiography Day পালন করা হয় ৮ই নভেম্বর; এবছরের 8th Nov, 2023

###থিম হলো-“Celebrating Patient Safety

11.ভারতের নতুন চিফ ইনফরমেশন কমিশনার পদে নিযুক্ত হলেন হীরালাল সামারিয়া

12.Brazilian Grand Prix 2023 টাইটেল জিতলেন বেলজিয়াম- ডাচ রেসিং কার ড্রাইভার Max Verstappen

13.FIDE Grand Swiss Chess Event -এ স্থান অর্জন করলো ভারত

14.54th International Film Festival of India অনুষ্ঠিত হবে গোয়ায়।

Daily Current Affairs

15.Global Responsible’ urism Award 2023 জিতলো কেরালা।

16.International solar Alliance (ISA)-এর ৯৫তম মেম্বার হলো চিলি।

17.গুজরাটে এর বৃহত্তম Cold Oil Production Facility চালু করবে bhart botanics.

18..আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সুনীল নারিন।

19.Business line’s Change maker of the Year 2023 Award জিতলো RBI

20.জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস পালন করা হয় ৭ই নভেম্বর

21.২০২৫ সালে 24th Asian Archery Championships হোস্ট করবে বাংলাদেশ

22.জাপানকে পরাজিত করে Women’s Asian Champions Trophy 2023 জিতলো ভারতের মহিলা হকি টিম

23.ইন্ডিয়ান নেভির যুদ্ধ জাহাজের নাম “সুরাট” শহরের নামে রাখা হলো।

24.আন্তর্জাতিক ম্যাচে প্রথম খেলোয়াড় হিসেবে ‘Timed Out’ পেল শ্রীলঙ্কার ক্রিকেটার Angelo Mathews.

25. Sultan of Johor Cup 202 জিতলো । ভারতীয় হকি টিম ব্রোঞ্জের মেডেল

26.সম্প্রতি ৮৩ বছর বয়সে মারা গেলেন প্রখ্যাত কবি, চিত্রশিল্পী ও ডাক্তার Gieve Patel.

27.সম্প্রতি Time Magazine-এর কভার পেজে ফিচারড হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

28.Indian Navy Sailing Championship 2023 শুরু হলো মুম্বাইয়ে।

29.Bank Of Maharashtra-এর একজিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন রোহিত ঋষি।

30.আগত ৫ বছরের জন্য PM Garib Kalyan Anna Yojana বর্ধিত করা হলো।

31.সংযুক্ত আরব আমিরাতে (UAE) “অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস” খুলবে Central Board of Secondary Education (CBSE)

32.ধর্মীয় পর্যটন বৃদ্ধি করতে Multi-Language Microsites লঞ্চ করছে কেরালা সরকার

33.দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)-তে নেতৃত্ব দেবে বাংলাদেশের সাইমা ওয়াজেদ

34.15th Asian Shooting Championship 2023 -এ ভারত মোট ৫৫টি মেডেল জিতলো, যার মধ্যে ২১টি সোনা, ২১টি এবং ১৩টি ব্রোঞ্জ

35.প্রথম US National Gatka Championship জিতলো নিউ ইয়র্ক সিটি।

36.২০২৮ সালের মধ্যে ইজরায়েলের তো ‘Iron Dome’ লঞ্চ করতে চলেছে ভারত

37.হৃদ আক্রান্ত রোগীদের চিকিৎসা দিতে Puneeth Rajkumar Hrudaya Jyoti Yojana লঞ্চ করা হলো কর্ণাটকে

38.Central Bureau of Investigation (CBI)-এর জয়েন্ট ডিরেক্টর হিসাবে নিযুক্ত হলেন প্রবীণ মধুকর

39.সম্প্রতি ৯৪ বছর বয়সে মারা গেলেন সঙ্গীতজ্ঞ ও লেখিকা লীলা ওমচেরি। I

Current Affairs 2023 is most important topics for all government Recruitments aspirants.

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

1 thought on “Valuable Current Affairs 2024”

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk