Neighbour Country Of India(ভারতবর্ষের প্রতিবেশী দেশ)

ভারতের মোট প্রতিবেশী দেশের সংখ্যা ৯টি। ভারতের উত্তরে চীন, নেপাল ও ভুটান; পশ্চিমে পাকিস্তান; উত্তর-পশ্চিমে আফগানিস্তান; পূর্বে বাংলাদেশ ও মায়ানমার; দক্ষিনে শ্রীলংকা এবং মালদ্বীপ। ভারতের সর্ববৃহৎ প্রতিবেশী রাষ্ট্র চীন এবং সর্বাপেক্ষা ছোটো প্রতিবেশী রাষ্ট্র মালদ্বীপ মতান্তরে ভুটান।

আয়তন:- ১৪১৫৭০ বর্গ কিমি

রাজধানী:- ঢাকা

মুদ্রার নাম:- টাকা

প্রধান ভাষা: বাংলা

উচ্চতম পর্বতশৃঙ্গ-কেওক্রাডাং

প্রধান নদনদী:- মেঘনা, পদ্মা, যমুনা

■ ভারতের সাথে এই দেশের দীর্ঘতম সীমানা আছে, যার নাম তিন বিঘা করিডর।

সীমারেখার দৈর্ঘ্য:- ৪০৯৬.৭ কিলোমিটার

■ পাট শিল্প হলো এই দেশেরপ্রধানশিল্প।

■ সীমানা স্পর্শকারী রাজ্য হল- পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম।

বাংলাদেশের নারায়ণগঞ্জকে ‘প্রাচ্যের ডান্ডি’ বলা হয়।

■ আয়তন:- ১৪৭১৮১ বর্গকিমি

রাজধানী:- কাঠমান্ডু

□ মুদ্রার নাম:- নেপালী রুপী

প্রধান ভাষা:- নেপালী

উচ্চতম পর্বতশৃঙ্গ:- মাউন্টএভারেস্ট (৮৮৪৮মি.)

প্রধান নদনদী:- কর্নালী (দীর্ঘতম),কোশী, কালীসেতি

সীমান্ত দৈর্ঘ্য:- ১৭৭০ কিমি

Neighbour Country Of India———

□ নেপালের চতুর্দিক স্থলভাগ দ্বারা বেষ্ঠিত অর্থাৎ এটি Landlocked Country.

৮০০০ মিটারেরও অধিকউচ্চতাসম্পন্ন হিমালয়ের ১৪টি শৃঙ্গেরমধ্যে ৮টি নেপালে অবস্থিত।

কাঠমান্ডুতে SAARC-এর সদরদপ্তর অবস্থিত।

আয়তন:- ৩৮৩৯৪ বর্গকিমি

রাজধানী:- থিম্পু

মুদ্রার নাম:- গুলট্রাম

প্রধান ভাষা:- জংখা

উচ্চতম পর্বতশৃঙ্গ:- কুলাকাংড়ি (৭৫৫৪মি.)

প্রধান নদনদী:- মানস

সীমান্ত দৈর্ঘ্য:- ৫৮৭ কিমি

সীমানা স্পর্শ কারী রাজ্য হল:- সিকিম, পশ্চিমবঙ্গ, আসাম ও অরুনাচল প্রদেশ।

■ এটি গর্জনকারী ড্রাগনের দেশ বা বজ্রপাতের দেশ নামে পরিচিত

বিশ্বের প্রথম কার্বনমুক্ত দেশ ভুটান

□ ভারতের সহযোগিতায় এখানে চুখা নামক জলবিদ্যুত কেন্দ্র গড়ে তোলা হয়েছে।

আয়তন:- ৬৭৬৫৭৭ বর্গকিমি

রাজধানী:- নেপিডো (Naypyidaw)

মুদ্রার নাম:- কিয়াত

প্রধান ভাষা:- বর্মী

উচ্চতম পর্বতশৃঙ্গ:- কাকাবোরাজি(৫৫৮১মি.)

প্রধান নদনদী:- ইরাবতী

সীমান্ত দৈর্ঘ্য:- ১১৫৮ কিমি

সীমানা স্পর্শকারী রাজ্য হল:-মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, অরুনাচলপ্রদেশ প্রচুর বৌদ্ধ মন্দির থাকার কারণে একে প্যাগোডার দেশ বলা হয় ।

সিতবা নামে একটি বন্দর ভারতকে ব্যবহার করতে দিয়েছে।

এই দেশটি খনিজ সম্পদে সমৃদ্ধ।

Neighbour Country Of India( ভারতবর্ষের প্রতিবেশী দেশ)

আয়তন:- ৯৫৭২৯০০ বর্গকিমি

রাজধানী:- বেজিং

মুদ্রার নাম:- রেনমিনবি

প্রধান ভাষা:- মান্দারিন, ক্যান্টনিজ

উচ্চতম পর্বতশৃঙ্গ:- মাউন্টএভারেস্ট

প্রধান নদনদী:- ইয়াং সি কিয়াং

সীমান্ত দৈর্ঘ্য:- ৩৯১৭ কিমি

■ সীমানা স্পর্শকারী রাজ্য হল:- লাদাখ, হিমাচলপ্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম ও অরুনাচলপ্রদেশ

ভারত ও চিনের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম- ম্যাকমোহন লাইন

■ জনসংখ্যার নিরিখে বিশ্বে প্রথম স্থানাধিকারী দেশ।

■ ১৯৭৯ সালে জনসংখ্যা নিয়ন্ত্রনের জন্য সরকার ‘একটি পরিবার একটিসন্তান’ নীতি চালু করে।

হুনান প্রদেশকে চিনের ধান ভাণ্ডার বলা হয়।

হোয়াংহো নদীকে চিনের দুঃখ বলা হয়।

আয়তন:- ৮৮১৯১৩ বর্গকিমি

রাজধানী:- ইসলামাবাদ

মুদ্রার নাম:- পাকিস্তানী রুপী

প্রধান ভাষা:- উর্দু

উচ্চতম পর্বতশৃঙ্গ:- তিরিচমির(৭৬৯০মি.)

প্রধান নদনদী:- সিন্ধুসীমান্ত দৈর্ঘ্য:- ৩৩১০ কিমি

□ সীমানা স্পর্শকারী রাজ্য হল:-গুজরাট, রাজস্থান, পাঞ্জাব এবং জম্মু-কাশ্মীর

■ ভারত ও পাকিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম–র‍্যাডক্লিফ লাইন, লাইন অফ কন্ট্রোল এবং ক্রিক প্রণালী

ক্যারেজ প্রথায় জলসেচ উল্লেখযোগ্য

“পাকিস্তান” নামটির অর্থ ‘পবিত্রদের দেশ’

পৃথিবীর উষ্ণতমস্থান জোকোবাবাদ এখানে অবস্থিত।

আয়তন:- ৬৫২৮৬৪ বর্গকিমি

রাজধানী:- কাবুল

মুদ্রার নাম:- আফগানি রুপী।

প্রধান ভাষা:- পাস্ত, ডরি

উচ্চতম পর্বতশৃঙ্গ:- নোশাক(৭৪৯২মি.)

প্রধান নদনদী:- আমুদরিয়া, হেলমন্দ।

সীমান্ত দৈর্ঘ্য:- ১০৬ কিমি

■জম্মু- ও কাশ্মীর সীমানা স্পর্শকারী রাজ্য এর নাম।

■ ডুরান্ড লাইন ভারত ও আফগানিস্তানের মধ্যবর্তী সীমান্ত রেখার নাম।

■ এই দেশের গুরুত্বপূর্ণ জীবিকা হল পশুপালন।

■আয়তন:- ৬৫৬১০ বর্গকিমি।

রাজধানী:- শ্রী জয়াবর্ধনেপুরা কোটে।

মুদ্রার নাম:- শ্রীলংকান রুপী

প্রধান ভাষা:- সিংহলী

উচ্চতম পর্বতশৃঙ্গ:- পেড্রতালাগালা

প্রধান নদনদী:- মহাবলী গঙ্গা

দারুচিনির দেশ এবং প্রাচ্যের মুক্তা নামে পরিচিত।

□ জাফনা উপদ্বীপে প্রচুর মশলার চাষ হয়।

পক প্রণালী দ্বারা ভারত থেকে বিছিন্ন।

■ ভারত ও শ্রীলংকার মধ্যবর্তী সাগরের নাম মান্নার উপসাগর।

আয়তন:- ২৯৮ বর্গকিমি

রাজধানী:- মালে

মুদ্রার নাম:- রূফিয়া

■ প্রধান ভাষা:- ধিভেহী

উচ্চতম পর্বতশৃঙ্গ:-স্থলভাগের উচ্চতম অংশ সমুদ্র পৃষ্ট থেকে মাত্র ২.৪মিটার উচ্চতায় অবস্থিত।

পৃথিবীর নিম্নতম দেশ এটি।

□ পর্যটন শিল্প হলো এখানকার অন্যতম শিল্প।

WB POLICE Recruitment official website —Click Here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk