ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস ও আধ্যাত্মিক মুক্তির শক্তিশালী পথ||Ramkrisha Paramhans :-Unlocking the Secrets of Spiritual Awakening part-2
১। প্রঃ শ্রীরামকৃষ্ণ কবে এবং কোথায় জন্মগ্রহণ করেন?
উঃ। শ্রীরামকৃষ্ণ ১৮৩৬ খিস্টাব্দের ১৭ ফেব্রুয়ারি (বুধবার) শুক্লা দ্বিতীয়া তিথিতে কামারপুকুরে জন্মগ্রহণ করেন।
২। প্রঃ শ্রীরামকৃষ্ণের পিতা ও মাতার নাম কী?
উঃ। শ্রীরামকৃষ্ণের পিতার নাম ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও মাতার নাম চন্দ্রমণি দেবী।
৩। প্রঃ ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পূর্ব ভিটা কোথায় ছিল?
উঃ। ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের পূর্ব ভিটা ছিল পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেরে গ্রামে।
৪। প্রঃ শ্রীরামকৃষ্ণের ছোটোবেলার নাম কী ছিল?
উঃ। শ্রীরামকৃষ্ণের ছোটোবেলার নাম ছিল গদাধর।
৫। প্রশ্ন : শ্রী রামকৃষ্ণের পৈতার ভিক্ষা-মা কে ছিলেন?
উঃ। শ্রী রামকৃষ্ণের পৈতার সময় ভিক্ষা -মা ছিলেন তাঁর দাই-মা ধনী কামারনী।
৬। প্রঃ শ্রী রামকৃষ্ণের কয় ভাই-বোন ছিলেন?
উঃ। তাঁরা পাঁচ ভাই-বোন ছিলেন। বড়ো ভাই ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়, মেজভাই ছিলেন রামেশ্বের চট্টোপাধ্যায়। বড় দিদি ছিলেন কাত্যায়নী এবং শ্রী রামকৃষ্ণের বোন ছিলেন সর্বমঙ্গলা।
৭। প্রঃ শ্রী রামকৃষ্ণ পরমহংস কত বছর বয়সে কলকাতায় আসেন?
উঃ। শ্রীরামকৃষ্ণ সতের বছর বয়সে কলকাতায় আসেন ।
৮। প্রঃ শ্রীরামকৃষ্ণ কলকাতায় এসে কী করতেন?
উঃ। শ্রীরামকৃষ্ণ ঝামাপুকুর টোলে পড়তেন এবং বাড়ি বাড়ি ঠাকুর সেবাও করতেন।
৯। প্রঃ দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রতিষ্ঠা কে কবে করেন?
উঃ। রানি রাসমণি, ১২৬২ সালের ১৮ই জ্যৈষ্ঠ দক্ষিণেশ্বর কালীমন্দির প্রতিষ্ঠা করেন।
১০ । প্রঃ দক্ষিণেশ্বর কালীমন্দিরের প্রথম পূজারি কে ছিলেন?
উঃ। দক্ষিণেশ্বরের কালীমন্দিরের প্রথম পূজারি ছিলেন রামকুমার চট্টোপাধ্যায়।
১১। প্রঃ দক্ষিণেশ্বরের কালীমূর্তি সাজাতেন কে?
উঃ। দক্ষিণেশ্বরের কালীমূর্তি সাজানোর দায়িত্বে ছিলেন শ্রী রামকৃষ্ণ ।
১২। প্রঃ রামকুমারের পর দক্ষিণেশ্বরের মা কালীর পূজারি কে ছিলেন?
উঃ। রামকুমারের পর শ্রীরামকৃষ্ণ পূজারির পদে নিযুক্ত হলেন।
১৩। প্রঃ শ্রীরামকৃষ্ণের সাহায্যকারী কে ছিলেন?
উঃ। শ্রীরামকৃষ্ণের সর্বকর্মের সাহায্যকারী ছিলেন তাঁর ভাগনে হৃদয়।
১৪। প্রঃ শ্রীরামকৃষ্ণ পরমহংস ধ্যান করতেন কোথায়?
উঃ। শ্রীরামকৃষ্ণ কালীবাড়ির উত্তরদিকে পঞ্চবটীর পাশের জঙ্গলে ধ্যান করতেন।
১৫। প্রঃ কালীবাড়ির লোকেরা শ্রীরামকৃষ্ণ কে কী বলে ডাকতেন ?
উঃ। কালীবাড়ির লোকেরা শ্রীরামকৃষ্ণ কে ছোটো ভট্টাচার্য বলে ডাকতেন।
১৬। প্রঃ শ্রীরামকৃষ্ণের পর কালীবাড়ির পূজারি কে হলেন?
উঃ। শ্রীরামকৃষ্ণের পর তাঁর খুড়তুতো দাদা রামতারক কালীবাড়ির পূজারি হন।
১৭। প্রঃ শ্রীরামকৃষ্ণের বিবাহ কার সঙ্গে, কত বছর বয়সে হয়েছিল?
উঃ। জয়রামবাটীর রামচন্দ্র মুখোপাধ্যায়ের পাঁচ বছরের কন্যা সারদামণির সঙ্গে চব্বিশ বছরের শ্রীরামকৃষ্ণের বিবাহ হয়।
১৮। প্রঃ ঠাকুর শ্রীরামকৃষ্ণের প্রথম গুরু কে ছিলেন?
উঃ। শ্রীরামকৃষ্ণের প্রথম গুরু ছিলেন ভৈরবী ব্রাহ্মণী।
১৯। প্রঃ শ্রীরামকৃষ্ণ কার থেকে মুসলমান মতে সাধনের পথ শিখেছিলেন?
উঃ। শ্রীরামকৃষ্ণ এক মুসলমান ফকির গোবিন্দর কাছ থেকে মুসলমান মতে সাধনতত্ত্ব শিখেছিলেন।
২০। প্রঃ সব সাধনার শেষে শ্রীরামকৃষ্ণ কাকে জগন্মাতা জ্ঞানে পূজা করলেন।
উঃ। সব সাধনার শেষে শ্রীরামকৃষ্ণ তাঁর পত্নী সারদাদেবীকে জগন্মাতা জ্ঞানে পূজা করলেন।
২১। প্রঃ শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে যে সকল ভক্ত সমাগম হয়েছিল তাঁদের কয়েকজনের নাম লেখো।
উঃ। কেশবচন্দ্র সেন, মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম), গিরিশচন্দ্র ঘোষ, নরেন্দ্রনাথ দত্ত, (স্বামী বিবেকানন্দ), রাখালচন্দ্র ঘোষ (স্বামী ব্রহ্মানন্দ), শরৎচন্দ্র চক্রবর্তী (স্বামী সারদানন্দ), বাবুরাম,বলরাম, যোগেন, হরিপ্রসন্ন, সাধু প্রিয়নাথ (মন্মথ), বিনোদ, বালির শশী প্রমুখ।
২২। প্রঃ ‘শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত’-কার লেখা?
উঃ। ‘শ্রীশ্রীরামকৃষ্ণ কথামৃত’-মহেন্দ্রনাথ গুপ্ত (শ্রীম)-র লেখা।
২৩। প্রঃ শ্রীরামকৃষ্ণ কোন্ রোগে আক্রান্ত হয়েছিলেন?
উঃ। শ্রীরামকৃষ্ণ দুরারোগ্য ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছিলেন।
২৪। প্রঃ ঠাকুর শ্রীরামকৃষ্ণ কোথায় দেহত্যাগ করেন?
উঃ। শ্রীরামকৃষ্ণ কাশীপুরের এক বাগানবাড়িতে দেহত্যাগ করেন।•
২৫। প্রঃ পরমহংস ঠাকুর শ্রীরামকৃষ্ণ কবে দেহত্যাগ করেন?
উঃ। শ্রীরামকৃষ্ণ ১৮৮৬ খ্রিস্টাব্দের ১৬ই আগস্ট দেহত্যাগ করেন।
২৬। প্রঃ শ্রীরামকৃষ্ণের কয়েকটি বাণী লেখো:
উঃ। (ক) ‘যত মত, তত পথ’।
(খ) ‘ঈশ্বরই বস্তু, আর সবই অবস্তু’।
(গ) ‘সাকার নিরাকার দুই-ই সত্য’।
(ঘ) ‘নিবৃত্তিই ভালো, প্রবৃত্তি ভালো নয়’। ধর্মের স্থাপক তুমি, সর্বধর্মরূপী!শ্রেষ্ঠ অবতার।
রামকৃষ্ণ । তব পদে প্রণাম আমার।
🙏🙏 ঠাকুর শ্রী শ্রীরামকৃষ্ণ প্রণাম মন্ত্রঃ— ও স্থাপকায় চা ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় শ্রীরামকৃষ্ণায় তে নমঃ।
নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হতে আমাদের সাথে যোগাযোগ করুন।।।।
শ্রী শ্রী মা সারদা দেবীর বাণী সম্পর্কে জানতে — এখানে ক্লিক করুন |
Our Fb Page follw করুন নিয়মিত আপডেট পেতে — Follw |