STATIC GK Part 3||সাধারণ জ্ঞান

STATIC GK Part 3||সাধারণ জ্ঞান এই টপিকটি সর্ব ভারতীয় সব ধরনের পরীক্ষার জন্য অপরিহার্য যেমন –wbcs, Cgl, MTS, Railway gr d, Ntpc, Bank, Post office, primary Tet,SSC GD, Army, Bsf, wb food si, crpf ইত্যাদি

৩৭। তরাই অঞ্চল বলতে কোন অঞ্চলকে বোঝায় ?STATIC GK Part 2

উঃ। হিমালয়ের পাদদেশ অঞ্চলকে তরাই অঞ্চল বলে।

৩৮। দক্ষিণ ভারতের দুটি নদীর নাম বলো।

উঃ। মহানদী ও কৃষ্ণা ।

৩৯। হিমালয়ের কয়েকটি বিখ্যাত চূড়ার নাম লেখো।

উঃ। এভারেস্ট, ধবলগিরি, কানজঙ্ঘা।

৪০। কক্ষপথ কাকে বলে?

উঃ। প্রতিটি গ্রহের চলার পথকে সেই গ্রহের কক্ষপথ বলে।

৪১। লুনি নদী কোথায় অবস্থিত ?

উঃ। লুনি নদী রাজস্থানের থর মরুভূমিতে অবস্থিত।

৪২। নীচের প্রশ্নগুলির কখনীর ভিতর থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে খাতায় লেখো।

(ক) ভূটানের রাজধানী (কাঠমাণ্ডু/থিম্পু/গ্যাংটক)।

(খ) বিহারের মজফ্ফরপুর (আম / লিচু/জাম)-র জন্য বিখ্যাত।

(গ) আমাদের দেশের মধ্যে (কাশ্মীরে/কর্ণাটকে/কেরলে) কফির চাষ হয়।

(ঘ) (আফ্রিকা/ওশিয়ানিয়া/ইউরোপ) পৃথিবীর মধ্যে সবচেয়ে ছোটো মহাদেশ ।

(ঙ) আমাদের দেশে সিংহ দেখা যায় (সুন্দরবনে/অসমের জঙ্গলে/গির অরণ্যে)।

(চ) রামধনুতে (পাঁচটি/সাতটি/নয়টি) রং আছে।

(ছ) ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম (আর্যভট্ট/রোহিণী/বাণভট্ট)।

(জ) স্থলচর প্রাণীদের মধ্যে (হরিণ/জিরাফ/হাতি) শব্দ করতে পারে না।

উঃ। (ক) থিম্পু, (খ) লিচু, (গ) কেরলে, (ঘ) ওশিয়ানিয়া, (ঙ) গির অরণ্যে, (চ) সাতটি, (ছ) আর্যভট্ট, (জ) জিরাফ।

৪৩। কোন্ প্রাণীর চোখের পাতা নেই?

উঃ। মাছের চোখের পাতা নেই।

৪৪। সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণী কোনটি ?

উঃ। সবচেয়ে দ্রুতগামী স্থলচর প্রাণী চিতাবাঘ।

STATIC GK

৪৫। দুটি অপুষ্পক উদ্ভিদের নাম লেখো ।

উঃ। ছত্রাক ও শ্যাওলা হল দুটি অপুষ্পক উদ্ভিদ।

৪৬। কোন্ প্রাণীর হাঁটুতে কান থাকে?

উঃ। ফড়িং-এর হাঁটুতে কান থাকে।

৪৭। মৌমাছি কোন্ শ্রেণির প্রাণী ?

উঃ। মৌমাছি অমেরুদণ্ডী পতঙ্গ শ্রেণির প্রাণী

৪৮। ছায়াপথ কী ?

উঃ। অন্ধকার রাতে পরিষ্কার আকাশে উত্তর-দক্ষিণে বিস্তৃত একটি প্রশস্ত আলোকপথ দেখা যায়, একে ছায়াপথ বলে।

৪৯। টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপে সর্বপ্রথম চ্যাম্পিয়ান হয় কোন্ দেশ ?

উঃ। ভারত। (মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে)।

৫০। বর্তমান ভারতের ক্রিকেট টেস্ট অধিনায়ক কে?

উঃ। বিরাট কোহলি।

৫১। বর্তমানে টেস্ট ক্রিকেটে সর্বাধিক উইকেট শিকারি কে?

উঃ। শ্রীলঙ্কার মুরলীধরণ ৮০০টি উইকেট পেয়েছেন। তিনি এখনও খেলছেন।

৫২। টেস্ট ক্রিকেটে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ড কার ?

উঃ। ভারতের শচীন তেন্ডুলকারের। বর্তমানে ৫১টি টেস্ট সেঞ্চুরি।

৫৩। নদিয়ার তাঁতশিল্পের জন্য বিখ্যাত একটি স্থানের নাম করো।

উঃ। নদিয়ার শান্তিপুর তাঁতশিল্পের জন্য বিখ্যাত ।

৫৪। যারা শোলার জিনিস তৈরি করেন তাঁদের কী বলে?

উঃ। তাদের মালাকার বলে।

STATIC GK Part 2||সাধারণ জ্ঞান

৫৫। সংস্কৃতি বলতে কী বুঝেছ?

উঃ। ভাষা, খাবার, পোশাক, নাচ, গান, উৎসব আর শিল্প কলা নিয়েই হল সংস্কৃতি।

৫৬। মানুষের ইতিহাসে পশু পালক সমাজের পর কোন্ সমাজ এল ? উঃ। পশুপালক সমাজের পর কৃষি সমাজ এল।

৫৭। চাষের জমির পোকা মারার রাসায়নিক বিষ ব্যবহারের ফল কী হল ?

উঃ। এতে ফসল বাড়ল কিন্তু মাটি নষ্ট হতে লাগল।

৫৮। টেস্ট ক্রিকেটে সর্বাধিক ক্যাচ ধরার বিশ্ব রেকর্ড কার ?

উঃ। রাহুল দ্রাবিড়ের (১৮২ টি ক্যাচ)।

৫৯। ওয়াংখেড়ে স্টেডিয়াম কোন্ শহরে অবস্থিত ?

উঃ। মুম্বই-এ।

৬০। যুযুৎসু কী ?

উঃ। জাপানি কুস্তি।

৬১। ২০১৬ খ্রিস্টাব্দে উইম্বলডন টেনিসে কোন্ পুরুষ ও কোন্ মহিলা জিতেছিলেন?

উঃ। পুরুষদের মধ্যে অ্যান্ডি মুরে ও মেয়েদের মধ্যে সেরেনা উইলিয়াম।

Study Statick Gk

৬২। একদিনের ক্রিকেটে সর্বাধিক রান করার কৃতিত্ব কোন্ দেশের ?

উঃ। শ্রীলঙ্কার। ৫০ ওভারে ৯ উইকেটে ৪৫৩ রান।

৬৩। গত শতাব্দীর সেরা ভারতীয় ফুটবলার কে নির্বাচিত হয়েছেন ?

উঃ। শৈলেন মান্না।

৬৪। ভারতের সবচেয়ে উল্লেখযোগ্য মহিলা অ্যাথলিট কে ছিলেন?

উঃ। পি. টি. ঊষা।

৬৫। কোন্ বাঙালি মহিলা ভারতীয় ক্রিকেট দলের অধিনায়িকা কে ছিলেন?

উঃ। ঝুলন গোস্বামী।

৬৬। সাফ (SAF) গেম্‌স-এর পুরো কথাটি কী ?

উঃ। SAF = South Asia Federation.

৬৭। IPL কথাটির অর্থ কী ?

উঃ। ইন্ডিয়ান প্রিমিয়াম লিগ।

৬৮। ২০১৮ খ্রিস্টাব্দে IPL বিজয়ী দলটির নাম কী ?

উঃ। চেন্নাই সুপার কিংস। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

চাঁদের দেশে পৃথিবীর মানুষ

∞পূর্বতন সোভিয়েত ইউনিয়ন থেকে পাঠানো মহাকাশ যানের একটি সিরিজ হল সোয়ুজ।

∞দিনের বেলায় চাঁদের আকাশ অন্ধকারে ঢেকে থাকে।

∞স্যাটার্ন নামে একটি রকেট অ্যাপোলো-১১ কে চাপিয়ে মহকাশে নিয়ে গিয়েছিল।

∞অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র আছে।

∞১৯৭১ সালের ২৬ জুলাই মানুষ চন্দ্রপৃষ্ঠে চতুর্থ বার পদার্পণ করে।

∞যে মহাকাশযানে চড়ে মানুষ ষষ্ঠ তথা শেষবার চন্দ্রপৃষ্ঠে পদার্পণ করে, তার নাম ছিল -অ্যাপোলো-১৭।

∞ভারতের প্রথম মহাকাশচারী হলেন রাকেশ শর্মা।

∞পৃথিবীর প্রথম সফল মহাকাশযাত্রী হলেন উইরি গাগারিন।

∞প্রথম সফল মহাকাশ অভিযান হয় ১৯৫৭ সালে।

∞ভারতের একটি উপগ্রহ উৎক্ষেপণ কেন্দ্র আছে শ্রীহরি কোটাতে।

∞চাঁদ থেকে পৃথিবীকে দেখায় গোলাকার।

∞ভারতের আবহাওয়ার পূর্বাভাসের জন্য যে উপগ্রহ ব্যবস্থাকে কাজে লাগানো হয় সেটি হল।

∞ INSAT -পৃথিবীর মানুষ প্রথম চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে১৯৬৯ সালে।

∞জন্মসূত্রে ভারতীয় মহিলা মহাকাশচারী কল্পনা চাওলা ২০০৩ সালে আমেরিকার কেপ ক্যানাভেরাল থেকে কলাম্বিয়া থানে মহাকাশে পাড়ি দেন।

∞চাঁদে ঈগল অবতরণ করে শান্ত সাগর ।

∞ভারত প্রথম কৃত্রিম উৎক্ষেপণ করে ১৯৭৫সালে।

∞ কলম্বিয়া মহাকাশযানটি পাঠায় আমেরিকা যুক্তরাষ্ট্র।

∞ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হল—আর্যভট্ট।

∞ »পৃথিবীর আয়তন চাঁদের আয়তনের ৫০ গুণ।

STATIC GK Part

∞পূর্বতন সোভিয়েত ইউনিয়নের লুনা—১৬ মহাকাশ যানটি চাঁদে থেকে মাটি ও পাথর তুলে আনে ।

∞ ভারতে মহাকাশ যাত্রার সূচনা হয় ১৯৬২ সালে।

∞»প্রথম মহিলা মহাকাশচারী হলে ভ্যালেনতিনা তেরেশকোভা।

∞কেপ কেনেডি স্পেস সেন্টার আমেরিকা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা প্রদেশে অবস্থিত।

∞ নীল আমস্ট্রিং হলেন প্রথম মহাকাশচারী যিনি চাঁদের মাটিতে প্রথম পদার্পণ করেন।

∞ জিওরেয়ড শব্দটির মানে হল ভূ-আকৃতি ।

∞ভারতের প্রথম উপগ্রহ আর্যভট্ট মহাকাশে যায়—১৯ এপ্রিল ১৯৭৫।

∞পৃথিবীর মানুষ হিসেবে সর্বপ্রথম চন্দ্র পৃষ্ঠে অবতরণ করে নীল আর্মস্ট্রং।

∞ পূর্বতন সোভিয়েত ইউনিয়ন থেকে চন্দ্র অভিযানে প্রেরিত প্রথম মহাকাশযানের নাম – লুনা-১।

∞অ্যাপোলো-১১-এর অধিনায়ক ছিলেন আর্মস্ট্রং।

∞ চন্দ্র পৃষ্ঠে প্রথম প্রেরিত মহাকাশযান হল লুনা-২ ।

≈চাঁদ থেকে আকাশকে খুব কালো দেখার কারণ চাদ কোনো বায়ুমণ্ডল নেই ।

∞ভারতের রাকেশ শর্মা প্রথম মহাকাশে যান ১৯৮৪ সালে।

∞প্রথম সফল মহাশূন্য অভিযান করে যে মহাকাশযানটি তার নাম পুৎনিক-১।

∞চাঁদ থেকে পৃথিবীকে নীল দেখায়।

∞আমেরিকা যুক্তরাষ্ট্র এর একটি কৃত্রিম উপগ্রহের নাম এক্স প্লোরোর ।

Current Affairs ≈≈≈≈

1.কোন দেশের সাথে “Exercise Harimau Shakti 2023″ শুরু করলো ভারত? @ মালদ্বীপ b সিঙ্গাপুর © মালয়েশিয়া @ বাংলাদেশ

উত্তর ≈মালেশিয়া

2.Lay’s চিপস কোম্পানির নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে?@ বিরাট কোহলি (b করিনা কাপুর © রণবীর সিং @ মহেন্দ্র সিং ধোনি

উত্তর »মহেন্দ্র সিং ধোনি

3. Henry Harvin Education-এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত হলেন কে? @ চেতন ভগত্ b মেরিকম শচীন টেন্ডুলকার @ কেউই নন

উত্তর »চেতন ভগত্

4.Abu Dhabi Masters 2023 টাইটেল জিতলেন ভারতের। ব্যাডমিন্টন খেলোয়াড়? @ সাইনা নেহাল b উন্নতি হুদা © প্রণয় d)এইচ.এস. চিরাগ শেট্টি

উত্তর ≈এইচ.এস. চিরাগ শেট্টি

5. সাম্প্রতিক ঘূর্ণিঝড় ‘Hamoon’-এর নামকর রেছে কোন দেশ?a) বাংলাদেশ b) ভারত © পাকিস্তান d) ইরান

উত্তর ≈ইরান

6. ‘iStart Talent Connect Portal’ লঞ্চ করলো কোন রাজ্য সরকার? @ রাজস্থান (b) কৰ্ণাট © হরিয়ানা d) পাঞ্জাব

উত্তর » রাজস্থান

7.সম্প্রতি প্রয়াত ড. বীরেন্দ্র নাথ দত্ত কোন ভাষার লেখক, সঙ্গীতজ্ঞ ও পণ্ডিত ছিলেন? a)কংকনি b )অসমীয়া © হিন্দি d)বাংলা

উত্তর »অসমীয়া

৪.কোন সালে জাপানকে অতিক্রম করে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি হবে ভারত? a)2030 b) 2080 © 2015 d) 2033

উত্তর »2030

Static Gk part 1 এর জন্য ----Click Here
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk