📄 প্রিয় ছাত্রছাত্রী আজকের টপিক জাতিসংঘ||UNITED NATIONS NOTES এর বিষয় ।
এই নোটটি Wbcs,upsc, PSC FOOD SI, MTS CGL,Bank, railway lici প্রভৃতি বিভিন্ন পরীক্ষার জন্য অপরিহার্য।
তাই দেরি না করে তাড়াতাড়ি পড়াশুনা শুরু করো —
🌍জাতিসংঘের (UN)প্রধান উদ্দেশ্য কী ছিল ?
👉জাতিসংঘ তার প্রধান উদ্দেশ্য হিসেবে ঘোষণা করে যে, জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলি [1] পারস্পরিক আলোচনার মাধ্যমে আন্তর্জাতিক বিবাদের মীমাংসা করে বিশ্বশান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করবে। [2] ন্যায় ও সততার ভিত্তিতে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করবে। [3] আন্তর্জাতিক আইন, চুক্তি, সন্ধি প্রভৃতি যথাযথভাবে মেনে চলবে। [4] জাতিসংঘের নির্দেশে অন্যায়ভাবে আক্রমণকারী রাষ্ট্রের বিরুদ্ধে অর্থনৈতিক অবরোধ, এমনকি প্রয়োজনে বল প্রয়োগ করে বিশ্বশান্তি প্রতিষ্ঠা করবে। [5] অবহেলিত নারী, শিশু, শ্রমিক প্রভৃতি শ্রেণির স্বার্থরক্ষায় কাজ করবে।
🌍জাতিসংঘের সাফল্যের দুটি উদাহরণ দাও।
👉জাতিসংঘের উল্লেখযোগ্য দুটি সাফল্য ছিল— (1) জাতিসংঘ সাফল্যের সঙ্গে সুইডেন-ফিনল্যান্ড, জার্মানি-পোল্যান্ড, ইল-মিশর প্রভৃতি বিরোধের মীমাংসা করে।[2] আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে জাতিসংঘ জেনেভা প্রোটোকল, লোকার্নো চুক্তি, প্রভৃতি আন্তর্জাতিক গুরুত্বপুর্ন চুক্তি সম্পাদন করে।
🌍কে, কবে জাতিসংঘ প্রতিষ্ঠা করেন ?
👉মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল জাতিসংঘ প্রতিষ্ঠা করেন।
🌍জাতি সংঘ এর প্রধান অঙ্গ গুলি কি?
👉জাতিসংঘের প্রধান অঙ্গগুলি হল— [1] সাধারণ সভা [2] লিগ পরিষদ, [[3] সচিবালয়, [4] আন্তর্জাতিক বিচারালয়, [5] আন্তর্জাতিক শ্রমিক সংস্থা(ILO)।
🌍আন্তর্জাতিক বিচারালয় সম্পর্কে কী জান?
👉জাতিপুঞ্জের একটি উল্লেখযোগ্য দপ্তর হল ১৫ জন বিচারপতি নিয়ে গঠিত আন্তর্জাতিক বিচারালয়। বিচারপতিরা জাতিপুঞ্জের সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদের দ্বারা ১ বছরের জন্য নির্বাচিত হন। এই বিচারালয়ের । এই হল—[1] আন্তর্জাতিক আইনের ব্যাখ্যা দান, [2] আন্তর্জাতিক বিরোধেরকাজগুলি বিচার ও নিষ্পত্তি প্রভৃতি।
বর্তমান নেদারল্যাণ্ডস-এর হেগ শহরে বিচারালয়টি অবস্থিত।
🌍 জাতিসংঘের সদস্যপদের পরিচয় দাও।
👉 প্রথম বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বিধানের উদ্দেশ্যে ১৯১৯ খ্রিস্টাব্দের ২৮ এপ্রিল আনুষ্ঠানিকভাবে জাতিসংঘের প্রতিষ্ঠা হয়।
জাতিসংঘের সদস্য –
আন্তর্জাতিক শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে প্রথম থেকে বিভিন্ন দেশকে জাতিসংঘের সদস্য করার চেষ্টা চালানো হয় ৷
[1] দুই প্রকার সদস্য: জাতিসংঘে দুই ধরনের সদস্য ছিল।
যথা— [i] প্রাথমিক সদস্য: যুদ্ধের সময়কার মিত্রপক্ষীয় রাষ্ট্র বা কোনো নিরপেক্ষ রাষ্ট্র জাতিসংঘের সদস্যপদ গ্রহণ করলে তারা প্রাথমিক সদস্যরূপে গণ্য হত।[ii] সাধারণ সদস্য : যুদ্ধে পরাজিত রাষ্ট্রগুলি জাতিসংঘের সদস্য হলে তারা সাধারণ সদস্যরূপে গণ্য হত।
[2] সদস্যসংখ্যা: ১৯২০ খ্রিস্টাব্দের ১০ জানুয়ারি জাতিসংঘের প্রথম অধিবেশন বসে।
এই অধিবেশনে জাতিসংঘের সদস্যসংখ্যা ছিল ৪০। ১৯৩৪ খ্রিস্টাব্দে এই সদস্যসংখ্যা ছিল ৬০।
এই সংখ্যা কমে ১৯৩৯ খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার আগে ৪৬-এ হয়।
জাতিসংঘের পতাকা 👇👇
[3] সদস্যপদ ত্যাগ : জাতিসংঘ কয়েকটি আগ্রাসন প্রতিরোধে সক্রিয় হলে জার্মানি, ইটালি ও জাপান জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে।
🌍’অছি পরিষদ’ কী?জাতিসংঘ||UNITED NATIONS
👉 অছি পরিষদ’ সম্মিলিত জাতিপুঞ্জের একটি গুরুত্বপূর্ণ সংস্থা। সাধারণ সভা দ্বারা অনুমোদিত সদস্য এবং নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নিয়ে এই পরিষদ গঠিত হয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অক্ষশক্তির কাছ থেকে পাওয়া যেসব অনুন্নত অঞ্চলের অধিবাসীরা স্বাধীনতা লাভের উপযুক্ত ছিল না, তাদের জাতিপুঞ্জ এবং কয়েকটি বৃহৎ রাষ্ট্রের নিয়ন্ত্রণে রেখে রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক বিকাশ ঘটানোই অছি পরিষদের লক্ষ্য ছিল।
🌍বর্তমানে জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা কত?
👉জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের সদস্য সংখ্যা ১৫। এর মধ্যে ৫টি স্থায়ী এবং অবশিষ্ট ১০টি অস্থায়ী সদস্য।
🌍 জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা কাদের দ্বারা কতদিনের জন্য নির্বাচিত হয়?
👉জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যরা সাধারণ সভার দ্বারা ২ বছরের জন্য নির্বাচিত হয়।
🌍সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনস্থ কল্যাণমুখী সংস্থাগুলি কিকি?
👉 সংস্থা গুলি হল— [1] আন্তর্জাতিক শ্রমিক সংস্থা’ বা ‘International Labour Organization (ILO), [] ‘বিশ্বস্বাস্থ্য সংরা’ বা ‘World Health Organization (WHO). [iii] আন্তর্জাতিক অর্থভান্ডার’ বা ‘International Monetary Fund’ (IMF), [iv] ‘জাতিপুঞ্জের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা’ বা ‘United Nations Educational Scientific and Cultural Organization (UNESCO), [v] খাদ্য ও কৃষি পরিষদ’ বা ‘Food and Agricultural Organization’ (FAO)|
🌍তৃতীয় বিশ্ব কাকে বলে(Third World)?
👉দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপের অধিকাংশ রাষ্ট্র আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোট অথবা রাশিয়ার নেতৃত্ব ধীন ওয়ারশ জোটে যুক্ত হয়ে পড়ে।
এর বাইরে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশ উক্ত জোট দুটির বাইরে থেকে জোটনিরপেক্ষ রাজনীতি গ্রহণ করে। এই দেশগুলি সাধারণভাবে তৃতীয় বিশ্ব’ নামে পরিচিত।
🌍”জাতীয়তাবাদ কাকে বলে ?
👉জাতি, ধর্ম, ভাষা, সংস্কৃতি প্রভৃতি এক বা একাধিক কারণে যখন কোনো জনগোষ্ঠীর মনে গভীর একাত্মবোধ জেগে ওঠে এবং সেই একাত্মবোধের ফলে সেই জনগোষ্ঠীর মানুষ সুখ-দুঃখ, ন্যায়-অন্যায়ের সমান অংশীদার বলে নিজেদেরকে মনে করে তখন সেই জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয়।
এই জাতীয়তাবোধের সঙ্গে দেশপ্রেম যুক্ত হয়ে যে রাষ্ট্রনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে।
🌍’ন্যাটো’ (NATO )কী?
👉দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে ১৯৪১ খ্রিস্টাব্দে (৪ এপ্রিল) এক সামরিক জোট গড়ে ওঠে যা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (North Atlantic Treaty Organiza tion) বা ন্যাটো’ (NATO) নামে পরিচিত।
🌍দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা কয়েকটি জোটের উল্লেখ করো।UNITED NATIONS
👉 দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকার নেতৃত্বে গড়ে ওঠা উল্লেখযোগ্য কয়েকটি জোট ছিল— [1] ১৯৪৯ খ্রিস্টাব্দে (৪ এপ্রিল) উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা’ বা ‘ন্যাটো’ (NATO) [2] ১৯৫৪ খ্রিস্টাব্দে ‘দক্ষিণ-পূর্ব এশিয়া। চুক্তি সংস্থা’ বা ‘সিয়াটো’ (SEATO), [3] ১৯৫৫ খ্রিস্টাব্দে মধ্য এশিয়া চুক্তি সংস্থা’ বা ‘সেনটো’ (CENTO) প্রভৃতি।
🌍ঠাণ্ডা লড়াই কী?
👉 দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিশ্বের প্রধান দুই শক্তিধর রাষ্ট্র, আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে পরস্পর বিরোধী কয়েকটি শক্তিজোট গড়ে ওঠে।
এই শক্তিজোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও উভয় পক্ষের মধ্যে সর্বদা একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে।
আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টি ‘ঠাণ্ডা লড়াই’ নামে পরিচিত।
🌍জাপান কবে, কেন জাতিসংঘ ত্যাগ করে?
👉জাপান ১৯৩৩ খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে। জাপান অন্যায়ভাবে চীনের মাঞ্চুরিয়া দখল করলে(১৯৩২ খ্র.) করলে চিনের অভিযোগের ভিত্তিতে জাতিসংঘ জাপানের আগ্রাসনের বিরুদ্ধে লিটন কমিশন গঠন করে।
এর প্রতিবাদে জাপান জাতিসংঘ ত্যাগ করে।
🌍জাতিসংঘের জনক কে? এর প্রথম মহাসচিব কে?
👉জাতিসংঘের জনক হলেন মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।
👉জাতিসংঘের প্রথম মহাসচিব ছিলেন স্যার এরিক ড্রুমন্ড ।
🌍জাতিসংঘের (UN) মহাসচিব কে?(Secretary-General of the United Nations)?
👉 অন্তেনিও গুতেরেস।
🌍FAO’ এবং ‘WHO’ কথা দুটির পুরো অর্থ কী?’অথবা, FAO ও WHO কথা দুটির সম্পূর্ণ নাম লেখো।?
👉’FAO’ কথাটির পুরো অর্থ হল – Food and Agricultural Organiza tion (খাদ্য ও কৃষি সংস্থা)
এবং ‘WHO’ কথাটির পুরো অর্থ হল World Health Organization (বিশ্বস্বাস্থ্য সংস্থা)।
🌍UNICEF কী ?
👉ইউনিসেফ হল সম্মিলিত জাতিপুঞ্জের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের অধীনস্থ একটি গুরুত্বপূর্ণ সংস্থা।
‘UNICEF’ শব্দটির পুরো অর্থ হল— United Nations International Children’s Emergency Fund ।
এটি সমগ্র বিশ্বের শিশুদের অধিকার রক্ষায় কাজ করে।
READ MORE