WB ICDS Recruitment 2024|| পশ্চিমবঙ্গ রাজ্যের অঙ্গনওয়াড়ী কর্মী নিয়োগ এর বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এই পোস্টে আমরা বেতন, শিক্ষাগত যোগ্যতা, আবেদনের সময় সীমা, বয়স, ফিস ইত্যাদি বিভিন্ন বিষয় সম্পর্কে জানবো।।
তেহট্ট-1 অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে অঙ্গনওয়াড়ী কর্মী পদে নিযুক্তির জন্য তেহট্ট-1 অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প (শ্যামনগর, বেতাই -1 , বেতাই-2, ছিটকা, কানাইনগর গ্রাম পঞ্চায়েত) এলাকার স্থায়ী বাসিন্দা (কেবলমাত্র মহিলা) প্রার্থীদের নিকট হইতে নিম্নলিখিত শর্তে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। এই নিযুক্তি সম্পূর্ণ স্বেচ্ছাসেবামূলক।
নিযুক্ত কর্মীদের কোন মতেই সরকারী কর্মীরূপে গন্য হবেন না। অঙ্গনওয়াড়ী কর্মীদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হবে।
বেতন/সাম্মানিক:–WB ICDS Recruitment 2024
কর্মীদের ক্ষেত্রে ভাতার পরিমান মাসিক ৪৫০০/- টাকা এবং অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমান মাসিক ৪৫০০/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা:-
আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনওয়াড়ী কর্মী পদের ক্ষেত্রে প্রার্থীকে যেকোনো স্বীকৃত বোর্ড (Recognized Board) থেকে নুন্যতম উচ্চমাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা প্রার্থী পদের ক্ষেত্রে কোনো বাধা নেই।
বয়স:-WB ICDS Recruitment 2024
০১/০৮/২০২৪ তারিখকে ভিত্তি করে প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। সংরক্ষিত প্রার্থীদের জন্য বয়সের কোনরূপ ছাড় নেই। মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন/ অ্যাডমিট কার্ড/ স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত দশম শ্রেনী পাশ শংসাপত্রে লিখিত বয়সই এক্ষেত্রে সঠিক বয়সের প্রমান হিসেবে বিবেচিত হবে। বয়সের অন্য কোনরূপ প্রমাণ এক্ষেত্রে গ্রাহ্য হবে না।
স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত:-
স্থায়ী বাসিন্দা শংসাপত্রের ক্ষেত্রে সংশ্লিষ্ট লোকসভার সদস্য। জেলার সভাধিপতি /সংশ্লিষ্ট এলাকার বিধায়ক / জেলা শাসক। অতিরিক্ত জেলাশাসক/মহাকুমা শাসক/পঞ্চায়েত সমিতির সভাপতি/সমষ্টি উন্নয়ন আধিকারিক অথবা সংশ্লিষ্ট গ্রামপঞ্চায়েতের প্রধান কর্তৃক প্রদত্ত সচিত্র শংসাপত্র বৈধ বলে গণ্য হইবে।
সংরক্ষণ সংক্রান্ত নিয়ম:-WB ICDS Recruitment 2024
ক) সকল সংরক্ষিত শ্রেনীর। ক্যাটাগরির প্রার্থীকে উপযুক্ত দপ্তর। অফিস কর্তৃক প্রদত্ত আসল। মূল শংসাপত্র উপযুক্ত সময়ে চাওয়ামাত্র দাখিল করতে হবে। সকল শংসাপত্র (Certificate) বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বা তার আগে প্রাপ্ত হতে হবে। উক্ত তারিখের পরে জারি হওয়া কোন শংসাপত্র বা শংসাপত্রের জন্য আবেদন জমা দেওয়ার রসিদ গ্রাহ্য করা হবে না। মৌখিক পরীক্ষার আগে সংরক্ষণ সংক্রান্ত উপযুক্ত আসল (original) নথি জমা না করতে পারলে ঐ প্রার্থীকে (অন্যান্য যোগ্যতামান সঠিক থাকলে) অসংরক্ষিত পদের জন্য বিবেচনা করা হবে। খ) সকল সংরক্ষিত শ্রেনীর সকল শংসাপত্র পশ্চিমবঙ্গ থেকে জারি (Issued) হতে হবে। পশ্চিমবঙ্গের বাইরে থেকে জারি হওয়া (Issued) কোন শংসাপত্র গ্রাহ্য হবে না।
WB ICDS Recruitment 2024 পরীক্ষা :-
সকল আবশ্যিক শর্তপূরনের সাপেক্ষে যোগ্য আবেদনকারিনীদের পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে। পরীক্ষার পূর্ণমান ১০০। লিখিত পরীক্ষা ৯০ নম্বরের, (সময় ২ ঘন্টা)। লিখিত পরীক্ষায় পাশ করলে তবে মৌখিক পরীক্ষায় প্রবেশাধিকার পাওয়া যাবে। মৌখিক পরীক্ষা ১০ নম্বরের। অনুলিখনের (প্রতিবন্ধীদের জন্য) ক্ষেত্রে লিখিত পরীক্ষায় অতিরিক্ত ৪০ মিনিট সময় বরাদ্দ থাকবে।
লিখিত পরীক্ষার পাঠ্যক্রম নিম্নরূপ:-
ক) স্থানীয়ভাষায় ১৫০ শব্দের মধ্যে মাতৃ ও শিশু স্বাস্থ্য বিষয়ক একটি রচনা (দশম শ্রেনী মানের)— 15 নম্বর
খ) পাটিগনিত (দশম শ্রেনী মানের) — 20 নম্বর
গ)ইংরেজী (ইংরেজী ভাষায় সরল ও প্রাথমিক জ্ঞান), সরল অনুবাদ (দশম শ্রেনী মানের)—২০ নম্বর
ঘ)পুষ্টি, জনস্বাস্থ্য, নারীর সামাজিক অবস্থান, রাষ্ট্র পুষ্টি নীতি ও টীকাকরণ (০ থেকে ৬ বছরের শিশু )বিষয়ক প্রশ্ন—১৫ নম্বর
ঙ) সাধারন জ্ঞানের প্রশ্ন—-নম্বর ২০
ইংরাজী ব্যতীত সকল প্রশ্ন স্থানীয় ভাষায় হবে। রচনা লিখন স্থানীয় ভাষায় লিখতে হবে। কোন প্রার্থী লিখিত পরীক্ষায় সর্বমোট নূন্যতম ৩০ নম্বর না পেলে তাকে মৌখিক পরীক্ষার জন্য বিবেচনা করা হবে না। লিখিত পরীক্ষায় পাশ করলেও মৌখিক পরীক্ষায় অনুপস্থিত থাকলে সেই প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবে। মৌখিক পরীক্ষার ক্ষেত্রে কোন নূন্যতম যোগ্যতা নির্ধারক নম্বর থাকবে না। লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বরের ভিত্তিতে চুরান্ত মেধা তালিকা প্রস্তুত করা হবে। লিখিত পরীক্ষার ও মৌখিক পরীক্ষার তারিখ যথা সময়ে বিজ্ঞাপিত হবে এবং প্রবেশ পত্রের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।
বিশেষ ক্ষেত্রে সরকারী আদেশনামা অনুসারে নির্বাচক মন্ডলীর অনুমোদন সাপেক্ষে ১:৫ অনুপাতে (শূন্য পদসংখ্যা: মৌখিক পরীক্ষায় আহ্বান পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা) মৌখিক পরীক্ষা নিতে পারে। কোনো বিশেষ শ্রেনীতে (সংরক্ষণভিত্তিক) উপযুক্ত সংখ্যায় প্রার্থী কম থাকলে কম সংখ্যক প্রার্থীকে মৌখিক পরীক্ষায় ডাকা হতে পারে। একই নম্বর প্রাপ্ত একই শ্রেনীর (সংরক্ষণভিত্তিক) সকল প্রার্থীকেই মৌখিক পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে। যদি কোনো ক্ষেত্রে দেখা যায় একই শ্রেনীর দুই বা ততোধিক প্রার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত মোট নম্বর সমান, সেক্ষেত্রে যার বয়স বেশী তাকে সরকারী আদেশ অনুসারে অগ্রাধিকার দেওয়া হবে।
প্রশিক্ষণ :—
সমস্ত প্রশিক্ষণ বাধ্যতামূলক এবং পশ্চিমবঙ্গের যে কোনো স্থানে প্রশিক্ষণ হতে পারে। প্রশিক্ষণ নিতে অস্বীকার করলে বা প্রশিক্ষণের সময়ে নূন্যতম যোগ্যতামান অর্জন না করলে তার নিয়োগ বাতিল হবে।
আবেদন সংক্রান্ত শর্তাবলী এবং আবেদন পত্র জমা দেবার তারিখ: —
বিজ্ঞপ্তির সাথে সংযুক্ত আবেদন পত্রের নমুনা অনুযায়ী পূরন করা আবেদন পত্র তেহট্ট-১ অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, পো:-তেহট্ট, জেলা: নদীয়া এর কার্যালয়ে ১৪/০৮/২০২৪ তারিখ থেকে ১৩/০৯/২০২৪ তারিখ পর্যন্ত। (সরকারী ছুটির দিন ও শনি-রবিবার ব্যতীত) বেলা ১২টা থেকে বৈকাল ৪টা জমা দিতে হবে। আবেদন পত্রটি অবশ্যই নমুনা অনুযায়ী ছাপানো অথবা স্বহস্তে লিখিত হতে হবে। আবেদন পত্রের নমুনা তেহট্ট-১ অতিরিক্ত সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প আধিকারিকের করনে দেখতে পাওয়া যাবে। পুরন করা আবেদন পত্রটি অবশ্যই প্রার্থী দ্বারা স্বাক্ষরিত হতে হবে। আবেদন পত্রের সাথে অবশ্যই নিজ নাম ও সম্পূর্ন ঠিকানা লিখিত এবং ৫.০০ টাকার ডাক টিকিট যুক্ত অনূন্য ২৩ সেমি লম্বা ও ১০ সেমি চওড়া মাপের দুটি খাম জমা দিতে হবে।
আবেদন পত্রের সাথে কি কি দেবেন:-
১) ৩টি সাম্প্রতিকতম স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি। একটি ছবি আবেদনপত্রের আর ১টি অ্যাডমিট কার্ডের নির্দিষ্ট স্থানে আঠা দিয়ে বসিয়ে দিতে হবে। অপর ছবিটি আবেদন পত্রের সঙ্গে দিতে হবে।
২) বয়সের প্রমান স্বরূপ মাধ্যমিক বা স্বীকৃত সমতুল্য পরীক্ষার রেজিস্ট্রেশন। অ্যাডমিট কার্ড। স্বীকৃত বোর্ড কর্তৃক প্রদত্ত দশম শ্রেনী পাশশংসাপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি।
৩) উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা প্রদত্ত স্থায়ী বাসস্থানের সচিত্র শংসাপত্রের আসল। এক্ষেত্রে উক্ত শংসাপত্রে প্রতায়িত নকল গ্রাহ্য হবে না।
৪) নূন্যতম শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি।
৫) জাতি শংসাপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি। (প্রযোজ্য হলে)
৬)প্রতিবন্ধী শংসাপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি। (প্রযোজ্য হলে)
৭) আর্থিক ভাবে অনগ্রসর শ্রেনী (EWS) শংসাপত্রের স্ব-প্রত্যায়িত প্রতিলিপি। (প্রযোজ্য হলে)
WB ICDS Recruitment 2024 Admit Card কি ভাবে পাবেন:—
লিখিত পরীক্ষার তারিখ নির্ধারিত হলে লিখিত পরীক্ষার প্রবেশ পত্র (অ্যাডমিট কার্ড) ডাক যোগে প্রেরণ করা হইবে
From Download করতে— Click Here |
Official Website — Click Here |