Dear Students :–আজকের পোস্টে আমরা জানবো পৃথিবীর উচ্চতম বৃহত্তম ক্ষুদ্রতম দীর্ঘতম || World largest greatest longest highest যেটি আগত বিভিন্ন পরীক্ষায় আসার সম্ভবনা অনেক।
পৃথিবীর বৃহত্তম মহাদেশ :– এশিয়া (43,998,000 বর্গ কিমি)।
পৃথিবীর গভীরতম মহাসাগর :– প্রশান্ত মহাসাগর (11,776 মি.)
পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশ :– অস্ট্রেলিয়া (7,699,000 বর্গ কিমি)।
পৃথিবীর বৃহত্তম মহাসাগর :– প্রশান্ত মহাসাগর (1,66,240,000বর্গ কিমি.)
পৃথিবীর বৃহত্তম মরুভূমি : — সাহারা মরুভূমি, উত্তর আফ্রিকা (8,400,000 বর্গ কিমি)
পৃথিবীর উচ্চতম পর্বত :– মাউন্ট এভারেস্ট (নেপাল 8,848 মিটার)।
পৃথিবীর দীর্ঘতম পর্বত : –আন্দিজ পর্বত (দক্ষিণ আমেরিকা)।
পৃথিবীর উচ্চতম পর্বতমালা :– হিমালয় পর্বতমালা।
পৃথিবীর বৃহত্তম মালভূমি : –পামির মালভূমি।
পৃথিবীর বৃহত্তম দ্বীপ: –গ্রীণ ল্যান্ড (2,175,597 বর্গ কিমি) বর্তমান নাম কালালিত নুনাত (উত্তর আটলান্টিক মহাসাগর)।
পৃথিবীর সবচেয়ে শুষ্কতম স্থান :– আটাকামা (Atacama), মরুভূমি (চিলি)।
পৃথিবীর বৃহত্তম উপদ্বীপ : –আরবীয় উপদ্বীপ (3,250,000 বর্গ কিমি)।
পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ :– সুন্দরবন ব-দ্বীপ।
পৃথিবীর বৃহত্তম সাগর :– দক্ষিণ চীন সাগর (2,974,600 বর্গ কিমি)।
পৃথিবীর বৃহত্তম উপসাগর:–মেস্কিকো উপসাগর।
পৃথিবীর বৃহত্তম মসজিদ: জামা মসজিদ।
পৃথিবীর বৃহত্তম নদী:–নীল নদ (6,853 কিমি) এটি একটি “আন্তর্জাতিক” নদী কারণ এর নিকাশী অববাহিকা 11টি দেশ জুড়ে বিস্তৃত, যথা, তানজানিয়া, উগান্ডা, রুয়ান্ডা, বুরুন্ডি, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কেনিয়া, ইথিওপিয়া ইত্যাদি।
পৃথিবীর দীর্ঘতম নদী:-নীল নদ(6,650 কিমি)
পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম : –আমাজন (দক্ষিণ আমেরিকা 6,296 কিমি)।
পৃথিবীর বৃহত্তম জলপ্রপাত: গুয়ারিসা (ব্রাজিল 13,300 কিউ.মি)।
পৃথিবীর উচ্চতম জলপ্রপাত :– এঞ্জেল ( ভেনিজুয়েলা 972 মি)।
পৃথিবীর প্রথম বৃহত্তম দেশ আয়তন : রাশিয়া (17,075,352 বর্গ কিমি)।
পৃথিবীর উচ্চতম বৃহত্তম ক্ষুদ্রতম দীর্ঘতম || World largest greatest longest highest
পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ : কানাডা (9,976,139 বর্গ কিমি)।
পৃথিবীর সপ্তম বৃহত্তম দেশ : ভারত।
পৃথিবীর জনসংখ্যা প্রথম দেশ :– চীন।
পৃথিবীর জনসংখ্যয় দ্বিতীয় দেশ :– ভারত।
পৃথিবীর আয়তন ও জনসখ্যায়ক্ষুদ্রতম দেশ:-ভ্যাটিকান সিটি (ইউরোপ)।
পৃথিবীর গভীরতম হ্রদ :–বৈকাল হ্রদ (পূর্ব সাইবেরিয়া, রাশিয়া)।
পৃথিবীর দীর্ঘতম (নোনা জল) হ্রদ :–কাসপিয়ান সাগর।
পৃথিবীর দীর্ঘতম ( মিষ্টি জল) হ্রদ :–সুপিরিয়র হ্রদ।
পৃথিবীর দীর্ঘতম বিমান বন্দর :–রাজা খালিদ আর্ন্তজাতিক বিমানবন্দর (সৌদিআরব)।
পৃথিবীর উচ্চতম বিমান বন্দর :–বাংডা বিমান বন্দর (লাসা, তিব্বত)।
পৃথিবীর ব্যস্ততম বিমানবন্দর:– শিকাগো আর্ন্তজাতিক বিমানবন্দর (আমেরিকা)।
পৃথিবীর দীর্ঘতম রেলস্টেশন:–গ্রান্ড সেন্ট্রাল টার্মিনাল (নিউইয়র্ক, আমেরিকা)।
পৃথিবীর দীর্ঘতম রেলপ্লাটফর্ম:- Hubballi Junction in India at 1,400 meters (4,600 ft).
পৃথিবীর দীর্ঘতম রেলপথ :–ট্রান্স-সাইবেরিয়ান
পৃথিবীর উচ্চতম রেলস্টেশন : ঘুম (দার্জিলিং) ভারত।
পৃথিবীর দীর্ঘ রেলব্রীজ: দ্যা হিউয়ে পিলং ব্রীজ (আমেরিকা)।
সৌর জগতের বৃহত্তম গ্রহ: বৃহস্পতি।
সৌর জগতের উজ্জ্বলতম গ্রহ : শুক্র।
মাকড়সা নিজের জালে নিজে জড়ায় না কেন??জানতে --- ক্লিক করুন
পৃথিবীর উষ্মতম স্থান (দেশ ): আজিজিয়া (লিবিয়া)
পৃথিবীর বৃহত্তম বাড়ি: বুর্জখালিফা উচ্চতা 2625 ফুট, 160 তলা।
পৃথিবীর বৃহত্তম মাঠ: ভুবুং (তিব্বত)।
পৃথিবীর বৃহত্তম মিউজিয়াম : ব্রিটিশ মিউজিয়াম।
পৃথিবীর বৃহত্তম রোড/ক্যান্টিলিভার সেতু: কুইবেক (3239 ফুট দীর্ঘ, কানাডা)।
পৃথিবীর বৃহত্তম সেতু (ঝুলন্ত) :—ভেরাজানো (নিউইয়র্ক)।
পৃথিবীর বৃহত্তম সেতু (উচ্চতায়) :–রয়েল জর্জ 153 ফুট (আমেরিকা)।
পৃথিবীর দীর্ঘতম প্রণালী (লম্বায়):মালাক্কা প্রণালী 485 মাইল (মালেশিয়া ও সুমাত্রার মধ্যবর্তী)।
পৃথিবীর দীর্ঘতম প্রণালী (চওড়া): মোজাম্বিক প্রণালী (245 মাইল মোজাম্বিক ও মাদাওস্কার মধ্যবর্তী)।
পৃথিবীর বৃহত্তম বাঁধ (উচ্চতায়) : জিনপিং (চীন)।
পৃথিবীর বৃহত্তম বাঁধ (আয়তন) : Three Gorges Dam.
পৃথিবীর বৃহত্তম মূর্তি : সর্দার বল্লভভাই প্যাটেল (ভারত)।
পৃথিবীর বৃহত্তম হীরক খনি : জুবিলি (রাশিয়া)।
পৃথিবীর বৃহত্তম হীরক : কুল্লিনান (1) পাউন্ড)।(এক পাউন্ড সমান 454 গ্রাম
পৃথিবীর বৃহত্তম দ্বীপ :–গ্রিনল্যান্ড (6,50,000 বর্গমাইল)।
পৃথিবীর বৃহত্তম পার্ক : উড বাফালো ন্যাশনাল পার্ক (17,550 ব.মি.) কানাডা।
পৃথিবীর বৃহত্তম দ্বীপপুঞ্জ : ইন্দোনেশিয়া (3000 দ্বীপ)।
পৃথিবীর বৃহত্তম জলের ট্যাঙ্ক : টালা ট্যাঙ্ক (কলকাতা, ভারত)।
পৃথিবীর বৃহত্তম চিড়িয়াখানা : এতোশা রিজার্ভ 3,85,000 বর্গমাইল।
পৃথিবীর উচ্চতম শহর : ওয়েনশুয়ান সমুদ্রপৃষ্ঠ থেকে 16,732 ফুট (তিব্বত)।
পৃথিবীর বৃহত্তম সমাধি,:–গোল গম্বুজ (ভারত)
পৃথিবীর দীর্ঘতম নদী বাঁধ : — হিরাকুদ বাঁধ (ওডিশা, ভারত)
পৃথিবীর শীতলতম স্থান : ভস্তক, অ্যান্টার্কটিকা (-89.2 ডিগ্রি সেলসিয়াস)
পৃথিবীর বৃহত্তম মন্দির :– আঙ্কোরভাট (কম্বোডিয়া)
পৃথিবীর তথা বিশ্বের দ্রুততম নদী হল :–আমাজন , যা ঘণ্টায় প্রায় ৭ মাইল বেগে প্রবাহিত হয়।
পৃথিবীর অগভীর সমুদ্রের নাম:– আজভ সাগরের গড় গভীরতা মাত্র ১৩ মিটার (৪৩ ফুট)। এটি তাই বিশ্বের সবচেয়ে অগভীর সাগর।
Walnut Academy এর অফিসিয়াল Fb Account join Now :– Click Here |
(পৃথিবীর উচ্চতম বৃহত্তম ক্ষুদ্রতম দীর্ঘতম || World largest greatest longest highest)
