দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর|| Class X Life Science Exclusive chapter 1 MCQ এর গুরুত্বপুর্ন সাজেশন যা সামনের মাধ্যমিক পরীক্ষা, ANM, GNM, Jenpas (UG), WBCS, Wb police Entrance Exam ইত্যাদি বিভিন্ন পরীক্ষায় Science পার্ট এ আসার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত।
উদ্ভিদের সংবেদনশীলতা এবং সাড়া প্রদান(দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর )—
১। লজ্জাবতীর পাতা স্পর্শ করলে নুইয়ে পড়ে। এটি হল-(ক) কেমোন্যাস্টি, (খ) সিসমোন্যাস্টি, (গ) ফোটোট্রপিজম, (ঘ) ফোটোট্যাকটিক চলন।
Ans:=-সিসমোন্যাস্টি
2) তুমি একটি উদ্ভিদের পত্রক স্পর্শ করার সঙ্গে সঙ্গে দেখলে পত্রকগুলি বন্ধ হয়ে গেল। এটি হল-
(ক) সিসমোন্যাস্টি, (খ) ফোটোট্রপিজম, (গ) ফোটোট্যাকটিক চলন, (ঘ) কেমোন্যাস্টি চলন।
Ans:– সিসমোন্যাস্টি চলন।
৩) সূর্যশিশির নামক পতঙ্গভুক উদ্ভিদের পাতার কর্ষিকাগুলি পতঙ্গদেহের সংস্পর্শে আসামাত্র বেঁকে গিয়ে পতঙ্গকে চেপে ধরে। এটি হল- —(ক) কেমোন্যাস্টি, (খ) সিসমোন্যাস্টি, (গ) থার্মোন্যাস্টি, (ঘ) ফোটোন্যাস্টি।
Ans:—কেমোন্যাস্টি চলন।
৪) কলশপত্রী উদ্ভিদের পাতায় পতঙ্গ এসে বসলে কলশটি পত্রফলকের দ্বারা বন্ধ হয়, এটি হল- (ক) কেমোট্যাকটিক, (খ) কেমোট্রপিক, (গ) কেমোন্যাস্টিক, (ঘ) সিসমোন্যাস্টিক চলন।
Ans:—কেমোন্যাস্টি চলন।
৫) প্রদত্ত কোনটি ট্রপিক চলনের বৈশিষ্ট্য তা নির্বাচন করো।__ (ক) উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন, (খ) এটি একধরনের রসস্ফীতিজনিত চলন, (গ) উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্র চলন , (ঘ) অক্সিনের প্রভাবে ঘটে না।
Ans:—উদ্দীপকের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত নির্দিষ্ট উদ্ভিদ অঙ্গের আবিষ্ট বক্রচলন
৬) কিছু ফুল সূর্যোদয়ের পরে ফোটে, কিন্তু সূর্যাস্তের সঙ্গে মুদে যায়। এটি হল- (ক) ফোটোন্যাস্টি, (খ) সিসমোন্যাস্টি, (গ) কেমোন্যাস্টি, (ঘ) থার্মোন্যাস্টি চলন।
Ans:—ফোটোন্যাস্টি
৭) ইন্ডিয়ান টেলিগ্রাফ উদ্ভিদ বা বনচাঁড়ালের (Desmodium) পার্শ্বপত্রকে যে চলন দেখা যায়, তা হল-(ক) বলন, (খ) পরিচলন, (গ)প্রকরণ বা রসস্ফীতি জনিত চলন (ঘ) আবর্তন।
Ans:-প্রকরণ বা রসস্ফীতি জনিত চলন
৮) ভলভক্স মৃদু আলোকের দিকে অগ্রসর হয় আবার তীব্র আলোক উৎস থেকে দূরে সরে যায়, এটি কী ধরনের চলন?- (ক) ফোটোট্যাকটিক, (খ) ফোটোট্রপিক, (গ) ফোটোন্যাস্টিক, (ঘ) থার্মোট্রপিক চলন।
Ans:-ফোটোট্যাকটিক
৯) উদ্ভিদের কাণ্ড ও শাখাপ্রশাখা সূর্যের আলোর দিকে বৃদ্ধি পায়। এটি হল (ক) আলোক অনুকূলবর্তী চলন, (খ) অভিকর্ষ অনুকূলবর্তী চলন, (গ) আলোক প্রতিকূলবর্তী চলন, (ঘ) জল অনুকূলবর্তী চলন।
Ans:-আলোক অনুকূলবর্তী চলন
১০)’ উদ্ভিদের কাণ্ড আলোর দিকে বেঁকে যায়, এটি কান্ডের—(ক) হাইড্রোট্রপিক চলন, (খ) ফোটোট্রপিক চলন, (গ) ফোটোন্যাস্টিক চলন, (ঘ) সিসমোন্যাস্টিক চলন।
Ans:-ফোটোট্রপিক চলন
১১) প্রদত্ত যে জোড়টি সঠিক নয়, তা শনাক্ত করো।_______ (ক) ফোটোন্যাস্টিক চলন সূর্যমুখী, (খ) থার্মোন্যাস্টিক চলন টিউলিপ, (গ) সিসমোন্যাস্টিক চলন পদ্ম, (ঘ) কেমোন্যাস্টিক চলন সূর্যশিশির।
Ans:–সিসমোন্যাস্টিক চলন পদ্ম
১২) সূর্যমুখী ফুলের পাপড়ির চলন হল (ক) ফোটোন্যাস্টি, (খ) ফোটোট্রপিজম, (গ) সিসমোন্যাস্টি, (ঘ) কেমোন্যাস্টি।
Ans:-ফোটোন্যাস্টি
১৪) ফার্ন গাছের শুক্রাণুর ম্যালিক অ্যাসিডের প্রভাবে বা মসের পুংজনন কোশের শর্করা দ্বারা আকৃষ্ট হয়ে ডিম্বাণুর দিকে অগ্রসর হওয়া একপ্রকার— (ক) ট্রপিক চলন, (খ) ন্যাস্টিক চলন, (গ) কেমোট্যাকটিক চলন, (ঘ) থার্মোট্যাকটিক চলন।
Ans:–কেমোট্যাকটিক চলন
১৫)সন্ধ্যামালতী, জুই কম আলোতে ফোটে আবার দিনের বেলায় বেশি আলোকে মুদে যায়, এটি একপ্রকার___ (ক) ফোটোন্যাস্টিক, (খ) জিওট্রপিক, (গ) থার্মোট্যাকটিক, (ঘ) কেমোন্যাস্টিক চলন।
Ans:-ফোটোন্যাস্টিক
১৬)আচার্য জগদীশচন্দ্র বসু ব্যবহৃত উদ্ভিদের চলন বা সংবেদনশীলতা পরিমাপক যন্ত্রটির নাম হল—-(ক) সিসমোগ্রাফ, (খ) লিথোগ্রাফ, (গ) থার্মোগ্রাফ, (ঘ) ক্রেসকোগ্রাফ।
Ans:–ক্রেসকোগ্রাফ
১৭) আলোক প্রতিকূলবর্তী বা নেগেটিভ ফোটোট্রপিক চলন দেখা যায় উদ্ভিদের (ক) মূলে, (খ) কাণ্ডে, (গ) শাখাপ্রশাখায়, (ঘ) পাতায়।
Ans:–মূলে,
১৮) তির্যক আলোকবর্তী চলন দেখা যায় —-(ক) পাতায়, (খ) মূলে, (গ) কান্ডে, (ঘ) ফুলে।
Ans:- পাতায়
১৯)নিকটিন্যাস্টিক চলনের উদ্দীপক হল __(ক) আলো, (খ) তাপ, (গ) রাসায়নিক পদার্থ, (ঘ) আলো ও তাপ উভয়ই।
Ans:–আলো ও তাপ উভয়ই।
২০) প্রদত্ত কোনটি ট্যাকটিক চলনের বৈশিষ্ট্যগুলিকে নির্দেশ করে? (i) এটি একপ্রকার বক্র চলন, (ii) এটি একপ্রকার সামগ্রিক চলন, (iii) অক্সিনের দ্বারা প্রভাবিত হয় এবং উদ্দীপকের গতিপথের উপর নির্ভর করে না. (iv) উদ্দীপকের তীব্রতা ও গতিপথ উভয়ের প্রভাবেই ঘটে।
(ক) (i), (iii), (খ) (i), (iv), (গ) (ii), (iv), (ঘ) সবগুলি।
Ans:–(গ) (ii), (iv)
২১)কোন্ উদ্ভিদের মূলে অনুকূল আলোকবর্তী চলন দেখা যায়?-(ক) ফণীমনসা, (খ) জলজ উদ্ভিদ, (গ) লবণ্যম্বু উদ্ভিদ, (ঘ) শিম্বিজাতীয় উদ্ভিদ।
Ans:—লবণ্যম্বু উদ্ভিদ
২২) শৈবালের শুষ্ক অঞ্চল থেকে জলের দিকে চলন হল —- (ক) থার্মোট্যাকটিক, (খ) হাইড্রোট্যাকটিক, (গ) হাইড্রোট্রপিক, (ঘ) থার্মোন্যাস্টিক চলন।
Ans—হাইড্রোট্যাকটিক
২৩) যে কোশের রসস্ফীতি চাপের পরিবর্তনের কারণে লজ্জাবতী উদ্ভিদের পাতা গুটিয়ে যায় এবং বনচাঁড়ালের পত্রকের চলন হয়, তার নাম হল—– (ক) বুলিফর্ম কোশ, (খ) ত্বক কোশ, (গ) প্যারেনকাইমা কোশ, (ঘ) পালভিনাস কোশ।
Ans:–পালভিনাস কোশ
প্রাণীদের সাড়াপ্রদান এবং রাসায়নিক সমন্বয় – উদ্ভিদ হরমোন ( দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর):—
২৪) উদ্ভিদদেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হল-(ক) অক্সিন , (খ) থাইরক্সিন, (গ) জিব্বে রিলিন , (ঘ) সাইটোকাইনিন
Ans:-অক্সিন
২৫)একটি নাইট্রোজেনবিহীন, প্রাকৃতিক, টারপিনয়েড গোষ্ঠীভুত্ব আম্লিক উদ্ভিদ হরমোন হল- (ক) অক্সিন, (খ) জিব্বেরেলিন, (গ) সাইটোকাইনিন, (ঘ) অ্যাবসাইসিক অ্যাসিড।
Ans:–জিব্বেরেলিন
২৬)নাইট্রোজেনযুক্ত পিউরিনজাতীয় ক্ষারীয় উদ্ভিদ হরমোন অথবা, অ্যাডেনিনযুক্ত প্রাকৃতিক উদ্ভিদ হরমোনটি হল___ (ক)অক্সিন, (খ) ইথিলিন, (গ) সাইটোকাইনিন, (ঘ) জিব্বেরেলিন।
Ans:—সাইটোকাইনিন
২৭)উদ্ভিদের পার্শ্বীয় মুকুলের বৃদ্ধিতে সহায়তা করে___ (ক) সাইটোকাইনিন, (খ) অক্সিন, (গ) ইথিলিন, (ঘ) জিব্বেরেলিন।
Ans:–সাইটোকাইনিন
২৮)একটি কৃত্রিম হরমোন হল—-(ক) ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, (খ) ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, (গ) জিব্বেরেলিক অ্যাসিড, (ঘ) জিয়াটিন।
Ans:– ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড
২৯) উদ্ভিদ হরমোনের কিছু কাজ দেওয়া আছে— (i) অগ্রস্থ প্রকটতা ঘটানো ও পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ব্যাহত করা, (ii) মুকুল ও বীজের সুপ্তাবস্থা ভঙ্গ করা, (iii) পার্শ্বীয় মুকুলের বৃদ্ধি ঘটানো, (iv) পর্বমধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি ঘটানো। এদের মধ্যে কোন্ দুটি জিব্বেরেলিনের কাজ?—
(ক) (i) ও (ii), (খ) (ii) ও (ii), (গ) (i) ও (iv), (ঘ) (i) ও (ii)
Ans:– (i) ও (iv)
৩০) কোন্ হরমোন প্রয়োগ করে পাতাবাহার গাছ, ফুলদানিতে ফুলের তোড়া দীর্ঘদিন সবুজ ও সতেজ রাখা যায়?___ (ক) সাইটোকাইনিন,(খ) ফ্লোরিজেন, (গ) ভার্নালিন, (ঘ) অ্যাবসাইসিক অ্যাসিড।
Ans:–সাইটোকাইনিন
৩১) ফল পাকানোর জন্য প্রয়োজনীয় হরমোন হল___ (ক) অক্সিন, (খ) জিব্বেরেলিন, (গ) ইথিলিন, (ঘ) NAA।
Ans:–ইথিলিন
৩২) সঠিক জোড়াটি নির্বাচন করো ___ (ক) ক্যালাস থেকে বিটপ অংশ সৃষ্টিতে সাহায্য করে অক্সিন, (খ) অগ্রস্থ প্রকটতা প্রতিরোধী হরমোন সাইটোকাইনিন, (গ) বার্ধক্য বিলম্বিতকরণ জিকোরেলিন, (ঘ) ডালিয়ার শাখাকলমে ব্যবহৃত সংশ্লেষিত হরমোন।
Ans:– অগ্রস্থ প্রকটতা প্রতিরোধী হরমোন সাইটোকাইনিন
৩৩) নাইট্রোজেনধর্মী একটি আম্লিক উদ্ভিদ হরমোন হল___ (ক) জিব্বেরেলিন, (খ) সাইটোকাইনিন, (গ) অক্সিন, (ঘ) ইথিলিন।
Ans:–অক্সিন
৩৪) ভ্রণমুকুলাবরণীতে পাওয়া যায় যে হরমোনটি, সেটি হল___ (ক) GA, (খ) IAA, (গ) সাইটোকাইনিন, (ঘ) ফ্লোরিজেন।
Ans:– IAA
৩৫)অক্সিন কী?—- (ক) প্রাণী হরমোন, (খ) উৎসেচক, (গ) উদ্ভিদ হরমোন, (ঘ) রেচন পদার্থ।
Ans:–উদ্ভিদ হরমোন
৩৬) কোন্ উদ্ভিদ হরমোনের স্বল্প ঘনত্বের প্রভাবে মূল বেশি বৃদ্ধি পায়?
(ক) সাইটোকাইনিন, (খ) অক্সিন, (গ) জিব্বেরেলিন, (ঘ) ইথিলিন।
Ans:–অক্সিন
৩৭) ক্যাম্বিয়াম গঠনের মাধ্যমে উদ্ভিদের পার্শ্বীয় বা গৌণ বৃদ্ধি ঘটায় (ক) GA, (খ) অক্সিন, (গ) কাইনিন, (ঘ) 2,4-D
Ans:–অক্সিন
৩৮) উদ্ভিদ হরমোনগুলির প্রধান উৎসস্থল হল___ (ক) সনাল গ্রন্থি, (খ) ফ্লোয়েম কলা, (গ) ভাজক কলা, (ঘ) স্থায়ী কলা।
Ans:– ভাজক কলা
৩৯)বোল্টিং-এ সাহায্যকারী উদ্ভিদ হরমোনটি হল__ (ক) অক্সিন, (খ) জিব্বেরেলিন, (গ) সাইটোকাইনিন, (ঘ) ইথিলিন।
Ans:–জিব্বেরেলিন
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর বংশ গতি চ্যাপ্টার এর নোট এর জন্য — ক্লিক Now |
মাধ্যমিক পরীক্ষার রুটিন জানতে ক্লিক করুন — Click Here |
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর — click here
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর — ক্লিক করুন।
দশম শ্রেণীর জীবন বিজ্ঞান প্রথম অধ্যায় প্রশ্ন উত্তর — Click Here