অনধিক সাত-আটটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৪)
1. আধুনিক ভারতের ইতিহাস রচনার উপাদান হিসেবে পুলিশ ও গোয়েন্দা বাহিনীর ভূমিকা এবং তার ব্যবহারের পদ্ধতি আলোচনা করো।
2. চিকিৎসাবিদ্যাচর্চার ইতিহাসে মেডিক্যাল কলেজের অবদান আলোচনা করো।
3. উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবদান আলোচনা করো।
4. সাম্প্রতিককালে খেলাধূলা ও খেলাধুলার ইতিহাসচর্চা কীভাবে জনপ্রিয় হয়ে উঠেছে?
5. ইতিহাসের উপাদান রূপে ‘বঙ্গদর্শন’ এবং ‘সোমপ্রকাশ’ পত্রিকা দুটির মূল্যায়ন করো।
6. আধুনিক ভারতের ইতিহাসচর্চার প্রধান উপাদানগুলি কী?
7. সাময়িক পত্র ও সংবাদপত্রের মধ্যে পার্থক্য কী?
৪. নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কী ভূমিকা ছিল?
9. উনবিংশ শতকের ধর্মসমাজ জীবনে রামকৃষ্ণ পরম হংসদেবের ভূমিকা লেখ।
10. ‘হুতোম প্যাঁচার নকশা’ গ্রন্থে উনিশ শতকের বাংলার সমাজের কী প্রতিফলন লক্ষ্য করাযায়?
11. ভারতে ইংরেজি শিক্ষার প্রসারে বিদেশিদের ব্যক্তিগত ও খ্রিস্টান মিশনারীদের উদ্যোগের উল্লেখ করো।
12. বাংলার নীলচাষিদের কল্যাণে হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার হরিশচন্দ্র মুখোপাধ্যায়ের ভূমিকা কী ছিল?
অথবা, নীলকরদের বিরুদ্ধে হরিশচন্দ্র মুখোপাধ্যায় ও তাঁর ‘হিন্দু প্যাট্রিয়ট’ পত্রিকার ভূমিকা কী ছিল?
13. বাংলার সমাজ সংস্কারের ক্ষেত্রে ডিরোজিও-র নেতৃত্বাধীন ‘নব্যবঙ্গ গোষ্ঠী’ বা ‘ইয়ং বেঙ্গলগোষ্ঠী’র কার্যাবলি মূল্যায়ন করো।
14. চুয়াড় বিদ্রোহের কারণ ও প্রসার সম্পর্কে আলোচনা করো। অথবা, চুয়াড় বিদ্রোহের বিবরণ দাও।
15. কোল বিদ্রোহের বিভিন্ন কারণ উল্লেখ করো।
16. পাগলপন্থী বিদ্রোহ সম্পর্কে কী জান?
17. ১৮৫৭ খ্রিস্টাব্দের বিদ্রোহকে সামন্ত শ্রেণির বিদ্রোহ ও জাতীয় বিদ্রোহ বলার ক্ষেত্রে কী যুক্তি দেওয়া হয়?
18. মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল?
19. আনন্দমঠ উপন্যাসটি কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিস্তারে সহায়তা করেছিল?
20. উনিশ শতকে ভারতীয় জাতীয়তাবাদের বিকাশের ক্ষেত্রে কোন বিষয়গুলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?
21. সাঁওতাল বিদ্রোহের কারণ কী ছিল?
22. জাতীয় শিক্ষা পরিষদ-এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?
Madhyamik Exam Suggestions 2024
23. বাংলায় ওহাবী আন্দোলনের চরিত্র বা প্রকৃতি বিশ্লেষণ করো। 24. বঙ্গভাষা প্রকাশিকা সভা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো।অথবা, বঙ্গভাষা প্রকাশিকা সভা-কে প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান বলা হয় কেন
?25. জাতীয় শিক্ষা পরিষদ-এর উদ্যোগ এবং জাতীয় শিক্ষার প্রসার কেন ব্যর্থ হয়?
26. অসহযোগ আন্দোলনের পর্বে (১৯২০-২২ খ্রিঃ) বাংলায় কৃষক আন্দোলনের পরিচয় দাও।
27. আইন অমান্য আন্দোলনের (১৯৩০ খ্রিঃ) সংক্ষিপ্ত পরিচয় দাও।
28. টীকা লেখোঃ কিষান সভা/নিখিল ভারত কিষান সভা।
অনধিক পনেরটি বাক্যে উত্তর দাও। (প্রতিটি প্রশ্নের মান ৮)
1. উনিশ শতকে নারীশিক্ষা বিস্তারে ড্রিংক ওয়াটার বেথুন কী ভূমিকা গ্রহণ করেছিলেন?
2. স্বামী বিবেকানন্দের ধর্মসংস্কারের আদর্শ বা নব্য বেদান্ত’ ব্যাখ্যা করো।
3. ব্রিটিশ শাসনকালে ভারতে সংগঠিত বিভিন্ন কৃষক ও উপজাতি বিদ্রোহের প্রধান কারণগুলি কী ছিল?
4. রংপুর বিদ্রোহের (১৮৮৩ খ্রিষ্টাব্দ) কারণ, বিস্তার ও গুরুত্ব সম্পর্কে আলোচনা করো।
5. নীলবিদ্রোহ ঘটেছিল কেন? এই বিদ্রোহের বৈশিষ্ট্য বিশ্লেষণ করো।
6. জাতীয় শিক্ষা পরিষদ সম্পর্কে আলোচনা করো।
7. বিশ শতকে ভারতের কৃষক আন্দোলনের অগ্রগতির পরিচয় দাও।
৪. বিশ শতকে ভারতে শ্রমিক আন্দোলনের অগ্রগতির বিবরণ দাও।
9. বাংলায় সশস্ত্র বিপ্লবী আন্দোলনের বিবরণ দাও।
10. দলিত আন্দোলনের কারণ কী ছিল?
11. উদ্বাস্তু সমস্যা সমাধানে ভারত সরকারের উদ্যোগের বিশ্লেষণ করো।