SSC GD CONSTABLE IMPORTANT MCQ

SSC GD CONSTABLE IMPORTANT MCQ ||এস এস সি জিডি কনস্টেবল পরিক্ষার গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর ।

🌁 ‘প্রথম প্রতিশ্রুতি’ উপন্যাসের রচয়িতাকে ?

Ans ::- আশাপূর্ণা দেবী

🌁দেশের মধ্যে প্রথম মহিলা পরিচালিতমেট্রো স্টেশন কোনটি ?

Ans ::- দিল্লী

🌁জাতীয় পতাকার দৈর্ঘ্য ও প্রস্থের আনুপাতিক হার কত ?

Ans:- ২ : ৩

🌁ভারতের প্রথম মহিলা যুদ্ধ বিমান চালিকার নাম কি ?

Ans ::- অবণী চতুর্বেদী

🌁ইউরিয়াতে কোন মৌলের পরিমান অধিক থাকে ?

Ans::-নাইট্রোজেন

🌁কে ভারতবর্ষের কোনো অঙ্গরাজ্যে সর্বাধিক সময় ধরে মুখ্যমন্ত্রী পদে আসীন থেকে রেকর্ড গড়ে তোলেন?

Ans ::- পবন কুমার চামলিং (সিকিম)।

🌁মরফিন নামক উপক্ষার কোথায় পাওয়া যায় ?

Ans ::- আফিম

🌁 পৃথিবীর প্রথম রোবটের নাম কি (হিন্দি কথা বলতে পারা)?

Ans ::- রশ্মি

🌁পৃথিবীর বৃহত্তম মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’ -এর উচ্চতা কত ?

Ans ::- ১৮২ মিটার

🌁স্বাধীন ভারতের প্রথম জাতীয় পতাকা কোথায় উত্তোলন করা হয় ?

Ans ::- লালকেল্লায়

SSC GD CONSTABLE IMPORTANT MCQ ||এস এস সি জিডি কনস্টেবল পরিক্ষার গুরুত্বপূর্ন প্রশ্ন উত্তর যা পরিক্ষায় আসার সম্ভাবনা অনেক টাই

🌁ভাগীরথী ও অলকানন্দার সঙ্গম কোথায় হয় ?

Ans: : – দেবপ্রয়াগ

🌁বাদুড় কোন প্রকারের জীব ?

Ans ::- স্তন্যপায়ী

🌁 বিশ্বের বৃহত্তম আম উৎপাদক দেশের নাম কী ?

Ans ::- ভারত

🌁 স্বাধীন ভারতের বৃহত্তম কর ব্যবস্থা GST কবে থেকে চালু হয় ?

Ans ::- ১লা জুলাই ২০১৭

🌁বস্তুর উষ্ণতা পরিমাপ করা হয় কোন যন্ত্রের সাহায্যে ?

Ans: : থার্মোমিটার।

🌁ভারতের প্রথম ক্রীড়া বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হয় ?

Ans ::- মণিপুর

🌁চিরবসন্তের দেশ কাকে বলা হয় ?

Ans::- কইটো (ইকুয়েডর)

🌁পশ্চিমবঙ্গ সরকারকে রাষ্ট্রসংঘ থেকে সম্মানিত করে কোন প্রকল্প এর জন্য?

Ans ::- কন্যাশ্রী প্রকল্প

🌁ভারতের কোথায় জাফরান অধিক পরিমাণে পাওয়া যায় ?

Ans ::- কাশ্মীর উপত্যকায়

🌁কার জন্মদিনে ভারত সরকার ‘রাষ্ট্রীয় একতা দিবস’ পালন করে ?

Ans ::- বল্লভভাই প্যাটেল

🌁ভারতে কে প্রথম সর্বভারতীয় মহিলা সমিতি গড়েন ?

Ans :: অ্যানি বেসান্ত

🌁 ‘সৌর সুজলা যোজনা’ শুরু হয় ভারতের কোন রাজ্যে?

Ans ::- ছত্রিশগড়

🌁নদীয়া জেলার সদর দপ্তর কোনটি ?

Ans ::- কৃষ্ণনগর

🌁আয়ুষ্মান ভারত কোন প্রকল্পের অন্তর্ভুক্ত ?

Ans:- স্বাস্থ্য সুরক্ষা প্রকল্প

🌁কোন সালে চুয়াড় বিদ্রোহের সূচনাঘটে ?

Ans :: – ১৭৬৮ সালে

🌁পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে ?

Ans ::- ফর্মিক অ্যাসিড

🌁ভারতের হাইকোর্টগুলির মধ্যে কে প্রথম মহিলা বিচারপতি ?

Ans ::- লীলা শেঠ

🌁ফারাক্কা প্রকল্প কোথায় অবস্থিত ?

Ans::-পশ্চিমবঙ্গের গঙ্গা নদীতে।

🌁সর্বাধিক উইকেট পাওয়ার নাজির কে গড়েন মেয়েদের ক্রিকেটের ইতিহাসে?

Ans ::- ঝুলন গোস্বামী।

A Tree of Education
A Tree Of Education

🌁 স্বাধীন ভারতের প্রথম মন্ত্রীসভায় শিক্ষা মন্ত্রী কে ছিলেন ?

Ans ::- মৌলানা আবুল কালাম আজাদ

🌁ভারতের কোথায় আছে ‘রানী ঝাঁসি মেরিন জাতীয় উদ্যান’?

Ans ::- আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে

🌁 সম্প্রতি ভারত যে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পরীক্ষা করলো তার নাম কি ?Ans :: – নাগ

🌁ভারতের জাতীয় প্রতীক এর স্তম্ভে দাঁড়ানো মোট সিংহের সংখ্যা কয়টি ? Ans :: – ৪টি

🌁ভারতের প্রথম অনলাইন রেডিও স্টেশন কোনটি?

Ans :: – রেডিও অমং

🌁‘গুড ফ্রাইডে’ উৎসব কোন দিনটির স্মরণে পালন করা হয় ?

Ans ::- যীশু খ্রিস্টের ক্রুশবিদ্ধের দিন

🌁 ভারতবর্ষের কোন বরফ এর রাজ্য প্রথম ইলেকট্রিক বাস চালু হয় ?

Ans ::- হিমাচল প্ৰদেশ

🌁জাতীয় মানবাধিকার কমিশন কবে গড়ে ওঠে ?

Ans ::- ১৯৯৩ সালে

🌁প্রথম কমনওয়েলথ গেমস-এ সোনা জেতেন ভারতের কোন মহিলা বক্সার?

Ans ::- মেরী কম

ভূগোল কুইজ
WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk