CISF Constable (Fireman) 1130 || Crack CISF কনস্টেবল ফায়ারম্যান

সিকিউরিটি ফোর্স ‘কনস্টেবল (ফায়ারম্যান)’ পদে ১,১৩০ জন লোক নিচ্ছে। বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ ছেলেরা আবেদন করতে পারেন।

বয়স হতে হবে ৩০-৯- ২০ ২৪’র হিসাবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে ১-১০-২০০১ থেকে ৩০-৯-২০০৬’এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি.’রা ৩ বছর ও প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

শরীরের মাপজোখ হতে হবে লম্বায় অন্তত ১৭০ সেমি. (তপশিলী উপজাতি হলে ১৬২৫ সেমি, অসম, ত্রিপুরা, মিজোরাম ও পার্বত্য এলাকার প্রার্থী হলে ১৬৫ সেমি.) আর বুকের ছাতি না-ফুলিয়ে ৮০ সেমি. ও ফুলিয়ে ৮৫ সেমি। তপশিলী উপজাতি হলে ৭৬ সেমি ও পার্বত্য এলাকার প্রার্থী হলে ৭৮ সেমি প্রার্থীদের ৫ সেমি ফোলানোর ক্ষমতা থাকতে হবে।

দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া এক চোখে ৬/৬ ও অন্য চোখে ৬/৯। ওজন হতে হবে উচ্চতা ও বয়সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

ভাঙা হাঁটু,

  • ভাঙা হাঁটু CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়।
  • পায়ের চ্যাটালো পাতা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়।
  • ধনুকের মতো পা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
  • ট্যারা দৃষ্টি CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
  • শুধুমাত্র বাঁ চোখ বোজানোয় অক্ষমতা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
  • আঙ্গুলগুলি নাড়াচাড়া করায় অক্ষমতা
  • শিরাস্ফীতি থাকলে তারা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
  • অন্য কোনো শারীরিক ত্রুটি CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
  • চোখে চশমা CISF Constable (Fireman) 1130 এর আবেদনের জন্য যোগ্য নয়
  • কন্ট্যাক্ট লেন্স কিংবা বর্ণান্ধতা থাকলে তারা আবেদনের যোগ্য নন।

মূল মাইনে ২১,৭০০- ৬৯,১০০ টাকা।

পশ্চিমবঙ্গ (সব জেলা) ৪৯টি (জেনাঃ ২০, ই.ডব্লু এস, ৫, তঃজাঃ ১১. তঃউঃজাঃ ২, ও.বি.সি. ১১)। পশ্চিমবঙ্গ (নকশাল এরিয়া) ৬টি (জেনাঃ ২, ই.ডব্লু এস. ১, তাজাঃ ২, ও.বি.সি. ১)।

1)প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে উচ্চতা মাপা হবে।

2) প্রার্থী বাছাই এর দ্বিতীয় ধাপে ২৪ মিনিটে ৫ কি.মি. দৌড়তে হবে।

3) তৃতীয় ধাপে শারীরিক মাপজোখের পরীক্ষা।

4)এরপর আইডেন্টিটি চেক ও যাবতীয় প্রমাণপত্র পরীক্ষা হবে।

এই পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি অবজেক্টিভ মাল্টিপল চয়েজ টাইপের প্রশ্ন হবে।

সময় থাকবে ২ ঘন্টা।

প্রশ্ন হবে এইসব বিষয়ে: (ক) জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং, (GI+Reasoning )(খ) জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস,(GA) (গ) এলিমেন্টারি ম্যাথমেটিক্স, (Mathematics)(ঘ) ইংলিশ। (English)

প্রশ্ন হবে উচ্চমাধ্যমিক মানের সায়েন্স শাখা থেকে।

লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীরা ৩৫%, তপশিলী, ও.বি.সি. হলে ৩৩% নম্বর পেলে কোয়ালিফাই করতে পারবেন।

দরখাস্ত করবেন অনলাইনে, ৩০ সেপ্টেম্বরের মধ্যে। এই ওয়েবসাইটে: https://cisfrectt.cisf.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি. ও ফোন নম্বর থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে নাম রেজিস্ট্রেশন করতে হবে যাবতীয় তথ্য দিয়ে। তখন ইউজার আই.ডি. ও পাশওয়ার্ড পাবেন। তারপর আবার ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে আর ফটো’ও সিগনেচার আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।

পরীক্ষা ফী বাবদ 100 টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা, নেট ব্যাঙ্কিংয়ে জমা দেবেন কিংবা স্টেট ব্যাঙ্কের চালানের মাধ্যমে জমা দিতে হবে। তপশিলী ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না।টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে–https://cisfrectt.cisf.gov.in

আরও বিভিন্ন সরকারী ও বেসরকারী চাকরী এর খবর জানতে আমাদের অফিসিয়াল ওয়েবসাইট এ নজর রাখতে অনুরোধ রাখা হচ্ছে।।।— www.walnutkandi.in

পশ্চিমবঙ্গের সরকারী চাকরীর নোটিফিকেশন — click here

WhatsApp Group Join Now
Telegram Group Join Now
Instagram Group Join Now

Leave a Comment

error: Content is protected !!
Narendrapur Ramakrishna Mission Gk